ওয়ানডে বিশ্বকাপজয়ী প্রাক্তন ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গ্যান অবশ্য টি-২০ বিশ্বকাপে ভারতের খেলার ধরণ নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। মর্গ্যান ভারতীয় ব্যাটারদের সমালোচনা করেছেন। ভারতীয় ব্যাটারদের ব্যাটিং ধরণ যে তাঁর কাছে একেবারেই বোধগম্য ছিল না তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
ভারতের খেলার ধরণ নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক (ছবি-এএনআই/গেটি ইমেজ)
শুভব্রত মুখার্জি: অস্ট্রেলিয়াতে শেষ টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত সেমিফাইনাল থেকেই ছিটকে যায়। শেষ চারের ম্যাচে ইংল্যান্ড, ভারতকে ১০ উইকেটে পর্যুদস্ত করে। ওয়ানডে বিশ্বকাপজয়ী প্রাক্তন ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গ্যান অবশ্য টি-২০ বিশ্বকাপে ভারতের খেলার ধরণ নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। মর্গ্যান ভারতীয় ব্যাটারদের সমালোচনা করেছেন। ভারতীয় ব্যাটারদের ব্যাটিং ধরণ যে তাঁর কাছে একেবারেই বোধগম্য ছিল না তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
স্পোর্টসতককে এক সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘এই রকম একটা হেভিওয়েট লড়াইতে ( টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে) ভারত একেবারে একপেশে হেরেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত তাঁদের উপর আধিপত্য বিস্তার করেছিল (ইংল্যান্ড)। সবসময় তোমাকে আক্রমণ করে খেলতে হবে। থামলে চলবে না। ইংল্যান্ড ঠিক সেটাই করেছে। জোস বাটলার অসাধারণ অধিনায়কত্ব করেছেন। গোটা ম্যাচ জুড়ে ওঁর স্ট্র্যাটেজি, পরিকল্পনা অসাধারণ ছিল। ইংল্যান্ড যেভাবে খেলতে চেয়েছে ভারতকে সেভাবেই ওঁরা খেলাতে বাধ্য করেছে। ভারতকে দেখে মনেই হচ্ছিল না ওদের আলাদা করে কোন প্ল্যান 'বি' বা 'সি' রয়েছে। আমরা যখন দেখছিলাম ম্যাচটা তখনই কথা বলছিলাম ভারত ম্যাচটা কেন এইভাবে খেলতে গেল!’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।