পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের ফল হাতেনাতে পেলেন বিরাট কোহলি। বুধবার (২৬ অক্টোবর) প্রকাশিত আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ব্যাটিং র্যাঙ্কিংয়ে বিরাট কোহলি মস্ত লাফ দিলেন। পাঁচ ধাপ উপরে উঠে তিনি ঢুকে পড়লেন প্রথম দশের মধ্যে।
আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুপার টুয়েলভ রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পিছনে মুখ্য ভূমিকা রয়েছে বিরাট কোহলির। তার ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস ভারতের জয় এনে দিতে সাহায্য করেছিল। আর এই জয়ে হাত ধরেই তিনি গুটি গুটি ঢুুকে পড়লেন প্রথম দশে। এই মুহূর্তে কোহলি জায়গা করে নিয়েছেন নবম স্থানে। এই বিরাট কোহলিই ২০২২ এশিয়া কাপের আগে প্রথম দশ তো দূরের বিষয়, কুড়ি জনের মধ্যেও নয়, প্রথম ত্রিশ জন ক্রিকেটারের মধ্যেও ছিলেন না। ২০২২ সালের ২৭ অগস্ট আইসিসি টি-টোয়েন্টি আন্তর্জাতিক পুরুষদের ব্যাটিং র্যাঙ্কিংয়ে বিরাট কোহলি ৫২৮ রেটিং পয়েন্ট নিয়ে ৩৩ নম্বরে ছিলেন।
আরও পড়ুন: কোহলির মেলবোর্নের ইনিংস নয়,যুবির এক বিশেষ ইনিংসকে এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন কোচ
এশিয়া কাপের আগে বিরাট ক্রিকেট থেকে প্রায় দুই মাসের বিরতিতে ছিলেন। এশিয়া কাপে দুরন্ত প্রত্যাবর্তন করেন তিনি। এশিয়া কাপে পাঁচ ম্যাচের পাঁচ ইনিংসে ৯২ গড়ে ১৪৭.৫৯ স্ট্রাইক রেটে ২৭৬ রান করেছিলেন বিরাট কোহলি। যার মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে।এর পর থেকে আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।
প্রসঙ্গত, এশিয়া কাপের পর এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে, বিরাট কোহলি ৬০৫ রেটিং পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থান করছিলেন। বিরাট কোহলির ৩৩ নম্বর থেকে নবম স্থানে পৌঁছতে মাত্র কয়েক মাস লেগেছে। বিরাট যে ফর্মে আছেন, সেই ফর্মে ধরে রাখতে পারলে শীঘ্রই তিনি প্রথম পাঁচের মধ্যে উঠে আসবেন। এখন ৬৩৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের নবম স্থানে রয়েছেন বিরাট কোহলি।
আরও পড়ুন: কোহলি শুধু পার্থক্য গড়ে দেয়নি, ওর কারণেই ভারত জিতল- অকপট স্বীকারোক্তি বাবরের
অন্য দিকে ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব ২ নম্বর স্থান হারিয়ে ফেলেছেন। তাঁকে টপকে গিয়ে ২ নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। তিন নম্বরে নেমে গিয়েছেন স্কাই। সূর্য ৮২৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন। আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় প্রথম দশে সূর্যকুমার ও বিরাট ছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটার নেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।