এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্স করে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাবর আজমকে পিছনে ফেললেন তাঁরই সতীর্থ। পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান এক নম্বর জায়গা অধিনায়কের থেকে ছিনিয়ে নিলেন। বাবর নেমে গেলেন দুইয়ে। উল্টোদিকে পিছিয়ে পড়লেন সূর্যকুমার যাদব। তিনি তিন থেকে নেমে গেলেন চারে। সূর্য সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিলেন। তার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে আহামরি কিছু খেলেননি। বরং সেট হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন।
সূর্য ছাড়া ভারতের আর কেউ এই তালিকায় প্রথম দশে নেই। তিনে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম। এ ছাড়া পাঁচ থেকে দশের মধ্যে রয়েছেন যথাক্রমে ডেভিড মালান, অ্যারন ফিঞ্চ, ডেভন কনওয়ে, পাথুমা নিশঙ্কা, মহম্মদ ওয়াসিম এবং রেজা হেন্ডরিক্স।
আরও পড়ুন: রিজওয়ান-শাদাবের স্লেজিংয়ের শিকার হয়ে সূর্য পাল্টা কী করলেন, জানেন?
২০ জনের মধ্যে রয়েছেন ভারতের আরও ২জন। তিন ধাপ উপরে উঠে ১৪ নম্বরে রয়েছেন রোহিত শর্মা এবং ১৯ নম্বরে ইশান কিষাণ। শ্রেয়স আইয়ার ২৫ নম্বরে রয়েছেন। বিরাট কোহলি অনেকটা পিছিয়ে ২৯ নম্বরে গড়াগড়ি খাচ্ছেন। এশিয়া কাপে কিছুটা ছন্দে ফিরলেও, র্যাঙ্কিংয়ে সে ভাবে উন্নতি হয়নি বিরাটের। ৩১ নম্বরে টিকে রয়েছেন কেএল রাহুল। এর থেকেই বোঝা যাচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের দুরাবস্থার ছবিটা।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে দলকে জেতানোর ইনিংস খেলেই হাসপাতালে রিজওয়ান
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।