ইতিহাস থেকে অনুপ্রেরণা নেওয়া যে কোনও পেশাদার স্পোর্টস টিমের কাছে নিতান্ত স্বাভাবিক বিষয়। তবে অতীত যখন নেতিবাচকতার আমদানি করে, তখন তাকে পাত্তা না দেওয়াই উচিত বলে মনে করলেন মোহনবাগান কোচ মোলিনা। বরং নতুন ইতিহাস তৈরিই পাখির চোখ বাগান কোচের।
ইন্ডিয়ান সুপার লিগের সব থেকে সফল দল হলেও টুর্নামেন্টের ইতিহাসে যে নেতিবাচক ধারণা ক্রমশ জাঁকিয়ে বসছে ফুটবলপ্রেমীদের মধ্যে, সেটিকে এখনও ভাঙতে পারেনি মোহনবাগান। বরং নিজেরাও সেই নিরিখে অদৃষ্টের শিকার বলা চলে। তবে এবার সেই ধারা ভাঙতে মরিয়া সবুজ-মেরুন শিবির।
আসলে এখনও পর্যন্ত কোনও দল ঘরের মাঠে আইএসএলের ট্রফি জিততে পারেনি। নিজেদের ডেরায় ফাইনাল খেলা দল সর্বদা হেরেছে খেতাবি লড়াইয়ে। ব্যতিক্রমী নয় মোহনবাগানও। তারাও গত মরশুমে হোম গ্রাউন্ডে ফাইনাল খেলতে নেমে পরাজয়ের মুখ দেখে। গত মরশুমে যুবভারতী ক্রীড়াঙ্গনের ফাইনালে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুম্বই সিটি এফসি।
আরও পড়ুন:- পন্তদের মুখোমুখি হওয়ার আগেই জোর ধাক্কা গিলের সংসারে, IPL 2025 থেকে ছিটকে গেলেন বিধ্বংসী ব্যাটার
এবার সেই যুবভারতীতেই ফের আইএসএল ফাইনাল খেলতে নামছে মোহনবাগান। এবার প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। এবারও কি আইএসএল ফাইনালে হোম টিম পর্যুদস্ত হবে? এমন প্রশ্ন ঘোরাফেরা করছে ভারতীয় ফুটবলমহলে। যদিও কোচ মোলিনা এক্ষেত্রে আশ্বস্ত করেন বাগান সমর্থকদের। তিনি কার্যত ফুৎকারে উড়িয়ে দিলেন অতীতের প্রসঙ্গ।
ফাইনালের আগে মোহনবাগান কোচ বলেন, ‘অতীতে কী ঘটেছে, পরোয়া করি না। আমরা লড়তে এসেছি, নিজেদের সেরাটা উজাড় করে দিতে এসেছি, আমরা ট্রফি জিততে এসেছি। আগে কী হয়েছে, তাতে কিচ্ছু যায় আসে না। অতীতের কথা আমাদের মাথায় নেই। আমরা নিজেদের সমর্থকদের সামনে লড়াইয়ে নামব। আমাদের দলটা দুর্দান্ত। সেরাটা দিয়ে জিততে হবে, এই একটি বিষয়ই আমাদের মাথায় রয়েছে।’
আরও পড়ুন:- ISL 2024-25 Awards: আইএসএলের গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস জিতবেন কারা? ফাইনালের আগেই কার্যত নিশ্চিত- পরিসংখ্যান
মোহনবাগানের সামনে এবছর দ্বিমুকুট জয়ের হাতছানি রয়েছে। কেননা তারা ইতিমধ্যেই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলের লিগ শিল্ড জিতেছে। যে ম্যাচ জিতে লিগ শিল্ড নিজেদের দখলে নেয় মোহনবাগান, সেটি খেলা হয়েছিল যুবভারতীতেই। সুতরাং, এবার মুকুটে জোড়া পালক সংযোজনই কী বাগান তারকাদের কাছে বাড়তি অনুপ্রেরণা হতে চলেছে?
আরও পড়ুন:- ISL 2024-25 All Stats: সর্বাধিক গোল থেকে ক্লিন-শিট, সবেতেই এগিয়ে মোহনবাগান, এবারের আইএসএলে সব থেকে বেশি গোল খেয়েছে কারা?
এমন প্রশ্নের উত্তরে মোলিনা বলেন, ‘কাপ জয়ের মোটিভেশনটাই খেলোয়াড়দের তাতানোর পক্ষে যথেষ্ট। গত বছরে কী হয়েছিল, সেটা ভেবে বাড়তি অনুপ্রেরণা খোঁজার দরকার নেই। দ্বিমুকুট জয়ের জন্য আমরা মরিয়া, তবে আগের কথা ভেবে বাড়তি চাপ নিতে রাজি নই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।