বাংলা নিউজ > ময়দান > জানি না অস্ট্রেলিয়া পরেরবার যখন আসবে অশ্বিন-জাদেজা থাকবে কিনা- রোহিত
পরবর্তী খবর
জানি না অস্ট্রেলিয়া পরেরবার যখন আসবে অশ্বিন-জাদেজা থাকবে কিনা- রোহিত
2 মিনিটে পড়ুন Updated: 14 Mar 2023, 08:58 AM ISTSanjib Halder
তাদের ২০২৭ পর্যন্ত খেলা প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, ‘সত্যিই যদি তারা এর আশেপাশেও থাকেন, আমি জানি না, আমি হয়তো তাদের পাশে থাকব (হাসি)। তবে চার বছর অনেক লম্বা সময়। আমি ভারতীয় ক্রিকেটের স্বার্থে বলতে চাইছি, আমি আশা করি তারা থাকবে এবং তারা ভারতের হয়ে অনেক ক্রিকেট খেলবেন।’
রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন
আবারও অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রেখে ভারত। আমদাবাদে চতুর্থ ও শেষ টেস্ট ড্র হওয়ার পর চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। এই সিরিজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। সিরিজের প্রথম থেকেই নিজেদের মানসিকতাকে তুলে ধরেছেন হিটম্যানের টিম। নাগপুর টেস্ট ও তারপরে দিল্লি টেস্টে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল তারা। তবে ইন্দোরে হোঁচট খেলেও আমদাবাদে ফের ম্যাচের রাশ হাত থেকে বেরিয়ে দিতে দেয়নি টিম ইন্ডিয়া। ফলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। এই সিরিজে রোহিত ব্যাট হাতে বীরত্ব দেখিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার মারাত্মক কম্বো বল নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হাঁটুর চোট থেকে ফিরে আসার পর জাদেজা তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন, প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন এবং অশ্বিন দ্বিতীয় ইনিংসে এর পুনরাবৃত্তি করেছিলেন।
এই সিরিজে অশ্বিন এবং জাদেজা উভয়েরই আধিপত্য অব্যাহত ছিল। এর কারণ হল আমদাবাদের পিচের কথা বাদ দিলে সিরিজের বাকি সব পিচেই স্পিন বোলাররা সহায়তা পেয়েছিলেন। চতুর্থ এবং শেষ টেস্টটি একটি ফ্ল্যাট পিচে খেলা না হলে এই দুই বোলার সিরিজে আরও সফল হতে পারতেন। এই জুটি সম্মিলিতভাবে পুরো সিরিজ জুড়ে ৪৭টি উইকেট নিজেদের অ্যাকাউন্ট তুলেছে এবং প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কারটিও যৌথ ভাবে নির্বাচিত হয়েছিল। সোমবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রোহিতকে এই দুজন বোলারের ভবিষ্যত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ভারতীয় অধিনায়ক খুব সোজাসাপ্টা জবাব দিয়েছিলেন। তিনি অবশ্য গত এক দশকে তাদের দলের সবচেয়ে বড় সম্পদ বলে অভিহিত করে দুজনের প্রশংসা করতেও পিছপা হননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।