পুরুষদের হকি ইন্ডিয়া লিগ ২০২৪-২৫ মরশুমের সমাপ্তি ঘটল শ্রাচি রাঢ় বেঙ্গল টাইগার্সের শিরোপা জয়ের মাধ্যমে। শনিবার, রাউরকেলার বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা হায়দরাবাদ তুফানকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এদিনের ম্যাচে গনজালো পেইয়াত (৯’, ৩৯’) ও অমনদীপ লাকরা (২৬’) হায়দরাবাদ তুফানের পক্ষে গোল করেন, অন্যদিকে জুগরাজ সিং (২৫’, ৩২’, ৩৫’) ও স্যাম লেন (৫৪’) রাঢ় বেঙ্গল টাইগার্সের হয়ে গোল করে দলকে শিরোপা জেতালেন।
আরও পড়ুন… এটা সত্যিই বিশেষ একটা মুহূর্ত: বিশ্ব চ্যাম্পিয়ন করার পরে আবেগে ভাসলেন ভারতের ক্যাপ্টেন নিকি প্রসাদ
শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচ
প্রথম বাঁশি বাজতেই দুই দল প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে মরিয়া হয়ে ওঠে। রাঢ় বেঙ্গল টাইগার্স প্রথম থেকেই আকাশপথে পাস খেলার কৌশল গ্রহণ করে এবং ম্যাচের চতুর্থ মিনিটে একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়। তবে হায়দরাবাদ তুফানের রক্ষণভাগ এবং গোলকিপার তিনটি প্রচেষ্টাই ব্যর্থ করে দেয়।
প্রথম কোয়ার্টারের মাঝামাঝি সময়ে হায়দরাবাদ তুফান আক্রমণাত্মক মনোভাব দেখায় এবং একটি পেনাল্টি কর্নার অর্জন করে। গনজালো পেইয়াত নিখুঁতভাবে ড্র্যাগ ফ্লিকের মাধ্যমে বল জালে পাঠিয়ে টুফানসকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয় কোয়ার্টারে হায়দরাবাদ তুফান তাদের আক্রমণের ধার বজায় রাখে, তবে টাইগার্স পাল্টা আক্রমণের চেষ্টা চালিয়ে যায়। কোয়ার্টারের ছয় মিনিট বাকি থাকতে, অভিষেকের করা পেনাল্টি কর্নার থেকে জুগরাজ সিং এক দুর্দান্ত ড্র্যাগ ফ্লিকে বল জালে জড়িয়ে স্কোর ১-১ সমতা আনেন।
পরের মিনিটেই হায়দরাবাদ তুফান একটি পেনাল্টি কর্নার আদায় করে এবং অমনদীপ লাকরা জোরালো ফ্লিকে গোল করে আবারও তাদের দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
তৃতীয় কোয়ার্টারে টাইগার্সের দাপট
তৃতীয় কোয়ার্টারে টাইগার্স গেমের গতি ধীর করে পরিষ্কার সুযোগ তৈরি করার চেষ্টা করে। এরই মধ্যে তারা একটি পেনাল্টি কর্নার অর্জন করে, যেখানে জুগরাজ সিং আরেকটি শক্তিশালী ড্র্যাগ ফ্লিকের মাধ্যমে বল জালে পাঠিয়ে স্কোর ২-২ সমতা ফেরান।
কয়েক মিনিটের মধ্যেই আরেকটি পেনাল্টি কর্নার থেকে জুগরাজ সিং হ্যাটট্রিক পূর্ণ করেন এবং টাইগার্সকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। হায়দরাবাদ তুফান আবারও আক্রমণ চালিয়ে টাইগার্সকে নিজেদের অর্ধে ঠেলে দেয় এবং পেনাল্টি কর্নার পায়। এইবার গনজালো পেইয়াত এক বিদ্যুৎগতির ড্র্যাগ ফ্লিকে বল জালে পাঠিয়ে স্কোর ৩-৩ সমতায় ফেরান।
আরও পড়ুন… Guinness World Records title: সবচেয়ে দূরে কুঠার নিক্ষেপ করে ইতিহাস গড়লেন ওসমান গুরচু
চূড়ান্ত কোয়ার্টার ও টাইগার্সের জয়
শেষ কোয়ার্টারে টাইগার্সরা আক্রমণের মাত্রা বাড়ায় এবং একের পর এক পেনাল্টি কর্নার অর্জন করে। টিম ব্র্যান্ড সামনে এগিয়ে এসে কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ করেন। তবে ৫৪তম মিনিটে, স্যাম লেন একটি পেনাল্টি কর্নার থেকে নিখুঁতভাবে বল জালে পাঠিয়ে টাইগার্সকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন।
হায়দরাবাদ তুফান ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় এবং আরেকটি পেনাল্টি কর্নার আদায় করে। কিন্তু জেমি কার পেইয়াতের শট রুখে দেন এবং টাইগার্স তাদের লিড ধরে রাখে। শেষ মুহূর্তে টাইগার্স সময় ক্ষেপণ করে এবং তাদের জয় নিশ্চিত করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।