শুধু নিজের ব্যাটিংয়ের জন্যই নয়, বরং বিরাট কোহলি নতুন প্রজন্মের কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হন ফিটনেসের দিক দিয়েও। জিমে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানো, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনে বিরাট নিজের কেরিয়ারকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন।
তবে ছবিটা শুরু থেকে একইরকম ছিল না মোটেও। শুরুর দিকে কোহলি এত নিয়ন্ত্রিত জীবন যাপনে অভ্যস্ত ছিলেন না। যদিও, তাতে তাঁর পারফর্ম্যান্সে প্রভাব পড়ত না মোটেও। টিম ইন্ডিয়ার রান মেশিনকে নিয়ে সম্প্রতি অজানা এক গল্প শোনালেন তারকা পেসার ইশান্ত শর্মা। রণবীর এলাহাবাদিয়ার ইউটিউব চ্যানেলে কথা বলার সময় ইশান্ত দিল্লি তথা জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থর এক অবাক করা কাণ্ডের কথা সামনে নিয়ে আসেন। তিনি জানান, কীভাবে সারারাত পার্টি করা সত্ত্বেও পরের দিনে ব্যাট করতে নেমে আড়াইশো রান করেছিলেন কোহলি।
ইশান্ত বলেন, ‘আমরা কলকাতায় একটি অনূর্ধ্ব-১৯ ম্যাচ খেলছিলাম। ও আগের দিন অপরাজিত থেকে মাঠ ছাড়ে। তার পরেও ও সারারাত পার্টি করে এবং পরের দিন ব্যাট করতে নেমে ২৫০ রান করে ফেলে। আমি কোহলির কেরিয়ারের সেই পর্যায়টা খুব কাছ থেকে দেখেছি। বিশ্বকাপের পরে ২০১২-র শুরু থেকে কোহলি নিজের ফিটনেস যেভাবে বদলে ফেলে, আমার কাছে ওর সব থেকে বড় দিক হল সেটাই।’
ইশান্ত আরও বলেন, ‘সচিন পাজিকে প্রায়ই বলতে শোনা যায় যে, 'আশা' হল একটা অনুভূতি, কোনও শব্দ নয়। তবে বিরাট কোহলির সঙ্গে কথা বললে বুঝবেন, ওর অভিধানে ‘আশা’ বলে কোনও শব্দ নেই। ওর অভিধানে রয়েছে শুধু ‘বিশ্বাস’। যদি বিশ্বাস থাকে, আপনি যা কিছু করতে পারেন।'
উল্লেখ্য, বিরাট কোহলি এই মুহূর্তে টিম ইন্ডিয়ার অবিচ্ছেদ্য অঙ্গ হলেও ইশান্ত শর্মা বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে রয়েছেন। অভিজ্ঞ পেসার শেষবার ভারতের হয়ে মাঠে নামেন ২০২১ সালের নভেম্বরে। কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের পর থেকে আর জাতীয় দলে জায়গা পাননি ইশান্ত। তিনি টিম ইন্ডিয়ার হয়ে ১০৫টি টেস্ট, ৮০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ১৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন।
ইশান্ত টেস্টে ৩১১টি, ওয়ান ডে ক্রিকেটে ১১৫টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৮টি উইকেট নিয়েছেন। জাতীয় দলের বাইরে থাকতে হলেও ইশান্ত আইপিএল ২০২৩-তে নজরকাড়া বোলিং করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।