টেমসের পারে সূর্যাস্ত, আর লন্ডন আই, সৌরভের স্বপ্নের বাড়ি যেন শিল্পীর আঁকা ছবি Updated: 28 Sep 2021, 08:16 AM IST Tania Roy লন্ডনে সৌরভের একটি দু'কামরার ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটের ব্যালকনি দেখে যায়, টেমস নদী। আর লন্ডন আই। সৌরভের ফ্ল্যাটের সেই ছবি দেখলে মুগ্ধ হতে হবে সকলকে।