টিম ইন্ডিয়া বর্তমানে রয়েছে বাংলাদেশ সফরে। সেখানে চট্টগ্রামে প্রথম টেস্ট সবেমাত্র শেষ হয়েছে রবিবার সকালে। যেখানে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। তারপরেই তাঁরা ফিরে আসেন হোটেলে। সেখানেই রবিবাসরীয় রাতে বিরাট স্ক্রিনে বসে কাতার বিশ্বকাপের ফাইনাল উপভোগ করে গোটা দল।
কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালের সাক্ষী টিম ইন্ডিয়া (ছবি-বিসিসিআই টুইটার)
শুভব্রত মুখার্জি: সাম্প্রতিক অতীতের সেরা বিশ্বকাপ ফুটবল বললেও নিঃসন্দেহে ভুল বলা হবে না। কাতার বিশ্বকাপে একেবারে টানটান উত্তেজনার সাক্ষী থাকল গোটা বিশ্ব। ঘড়ির পেন্ডুলামের মতন বদলাল ম্যাচের ভাগ্য। আর সেই শ্বাসরুদ্ধকর ম্যাচের উত্তেজনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন ভারতীয় ক্রিকেটাররাও। টিম ইন্ডিয়া বর্তমানে রয়েছে বাংলাদেশ সফরে। সেখানে চট্টগ্রামে প্রথম টেস্ট সবেমাত্র শেষ হয়েছে রবিবার সকালে। যেখানে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। তারপরেই তাঁরা ফিরে আসেন হোটেলে। সেখানেই রবিবাসরীয় রাতে বিরাট স্ক্রিনে বসে কাতার বিশ্বকাপের ফাইনাল উপভোগ করে গোটা দল।
এদিন ম্যাচের প্রথম থেকে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল একেবারে টানটান উত্তেজনা ছিল। একটা সময় ম্যাচে ২-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্তিনা। সেখান থেকে দুটো গোল করে ম্যাচে ফিরে আসে ফ্রান্স। কিলিয়ান এমবাপে ম্যাচে লড়াইতে ফেরান ফ্রান্সকে। প্রথমে পেনাল্টি থেকে এবং পরবর্তীতে ভলিতে অনবদ্য গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ফের লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। যখন মনে হচ্ছিল এবার ম্যাচে ফেরার সমস্ত পথ বন্ধ ফ্রান্সের। সেখান থেকে দাঁড়িয়েই ফের পেনাল্টি পায় ফ্রান্স। অসম্ভব গতিতে নেওয়া শটে এমিলিয়ানো মাটিনেজকে পরাস্ত করে ম্যাচকে পেনাল্টি শুট আউটে নিয়ে যায় ফ্রান্স। তবে শেষ রক্ষা হয়নি। সেখানে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে নিজেদের ইতিহাসে তৃতীয় বিশ্বকাপের শিরোপা জিতে নেয় আর্জেন্তিনা ।
উল্লেখ্য চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচ শেষে ভারতের অধিনায়ক কেএল রাহুলকে কাতার বিশ্বকাপের ফাইনাল নিয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন করা হয়েছিল কাতারের ফাইনালে সমর্থন করা নিয়ে কি দল দ্বিধাবিভক্ত? যার উত্তরে রাহুল জানান ' আমরা যে সমস্ত দলকে এখন পর্যন্ত সমর্থন করেছি তাঁদের সকলেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। কেউ কেউ ছিল ব্রাজিলের সমর্থক। কেউ কেউ ছিল ইংল্যান্ডের সমর্থক। তাই এটা আমি সঠিক করে বলত পারব না যে কে আর্জেন্তিনা বা কে ফ্রান্সকে সমর্থন করছে। আমরা ম্যাচটা উপভোগ করব। একসাথে আমরা সবাই বিশ্বকাপের ম্যাচ দেখছি। এদিনের ম্যাচটা ও দেখব। খেলা দেখতে দেখতে আমাদের রাতের খাওয়া বেশ জমবে এটাই বলব। পাঁচ দিন ম্যাচ খেলার পর সময়টা বেশ ক্লান্তিকর। ফলে রাতে আমরা ম্যাচটা উপভোগ করব। আমরা সবাই ফুটবল খেলা দেখতে ভালোবাসি। আমরা অনেকেই ওয়ার্ম আপ করি ফুটবল ম্যাচ খেলেই। হোটেলের রুমেও আমরা এমনটা করে থাকি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।