দুটি ম্যাচ বাকি থাকতেই আইএসএল লিগ শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান। টানা দ্বিতীয়বার ভারত সেরা হয়ে আনন্দে আত্মহারা সবুজ-মেরুন সমর্থকরা। ঠিক একইভাবে আবেগে ভাসেন সঞ্জীব গোয়েঙ্কা। সেরকমই একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। রবিবার যুবভারতীতে ওড়িশার এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেখানেই ১-০ ব্যবধানে জয়লাভ করে শিল্ড নিশ্চিত করে সবুজ-মেরুন শিবির। ম্যাচে মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন দিমিত্রি পেত্রাতোস। খেলার শেষ মুহূর্তে আসে জয়সূচক গোলটি। আর পাঁচটা সমর্থকের মতো তা দেখে আবেগে ভেসে যান গোয়েঙ্কা। ধরে রাখতে পারেননি চোখের জল। তাঁকে কুর্নিশ জানালেন নেটিজেনরা।
বরাবরই ক্রীড়াপ্রেমী হিসাবে পরিচিত সঞ্জীব গোয়েঙ্কা। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও বেশ নজর তাঁর। আইএসএলের প্রথম মরশুমে কলকাতার হয়ে প্রতিনিধিত্ব করা ফুটবল দল অ্যাটলেটিকো কলকাতার অন্যতম কর্ণধার ছিলেন তিনি। পরবর্তীতে ২০২০ সালে মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত হন গোয়েঙ্কা। প্রথমে তাঁর বিরোধিতা করা হলেও বর্তমানে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন তিনি। হবেন নাই বা কেন। কীভাবে পেশাদারি ক্লাব পরিচালনা করতে হয়, তা দেখিয়ে দিয়েছেন চোখে আঙুল দিয়ে।
দেশি থেকে বিদেশি- ভালো ফুটবলার নেওয়ার ক্ষেত্রে একবারও ভাবেননি তিনি। টাকা ব্যয় করেছেন জলের মতো। যার ফলও পেয়েছে মোহনবাগান। ২০২২-২৩ মরশুমে আইএসএল কাপ এসেছে। ২০২৩-২৪ সালে জিতেছে শিল্ড। এই মরশুমে ফের একবার সাফল্যের সঙ্গে সেই শিল্ড ডিফেন্ড করা। সবেতেই এই মানুষটার ভূমিকা বিরাট বলেই মনে করছেন ফুটবলার থেকে সমর্থকরা। তবে নিজে এসব মানতে নারাজ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ব্যক্তির থেকে মোহনবাগান অনেক বড়।
সঞ্জীব গোয়েঙ্কা এখানেই থামতে নারাজ। তিনি চাইছেন, দল এবার আইএসএল কাপটাও জিতুক। আগের বার অধরা থেকেছিল। এখনও পর্যন্ত আইএসএলের ইতিহাসে কোনও দল শিল্ড এবং কাপ একসঙ্গে জেতেনি। এবার সেটাই করে দেখানো লক্ষ্য মোহনবাগানের। বর্তমানে লিগ টেবিলে সবার উপরে রয়েছে মোহনবাগান। এখনও পর্যন্ত ২২ ম্যাচ খেলে ৫২ পয়েন্ট তাদের। আইএসএলের ইতিহাসে এক মরশুমে সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করা দল মোহনবাগান।
এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। একটি রয়েছে বেঙ্গালুরুর সঙ্গে এবং অপরটি রয়েছে গোয়ার সঙ্গে। অন্যদিকে আইএসএল লিগ শিল্ড জয়ের করার অর্থ আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্ৰুপ পর্বে সরাসরি খেলবে মোহনবাগান। এবারও সুযোগ পেয়েছিল। তবে যুদ্ধ বিধ্বংস্ত ইরানে খেলতে না যাওয়ায় প্রতিযোগিতাকে বহিষ্কার করা হয়েছিল তাদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।