
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বুধবার ২৮ বছর হয়ে গেল সন্দেশ ঝিঙ্গানের। আর জন্মদিনের দিনই বড় উপহার পেলেন এটিকে মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্ডার। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন সন্দেশ। এই প্রথম কোনও সেন্ট্রাল ডিফেন্ডার এআইএফএফ-এর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন।
এটিকে মোহনবাগান এবং ভারতের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন সন্দেশ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেও দুরন্ত ছন্দে ছিলেন তিনি। স্বাভাবিক ভাবেই বর্ষসেরা হিসেবে তাঁকেই বেছে নেওয়া হয়েছে। প্রথম বার ডিফেন্ডার হয়েও বর্ষসেরা ফুটবলার হওয়ায় নতুন নজির গড়লেন সন্দেশ।
আর পুরুষদের মধ্যে সেরা প্রতিভাবান ফুটবলার নির্বাচিত হয়েছেন সুরেশ সিং ওয়াংঝাম। এই তরুণ মিডফিল্ডার বেঙ্গালুরু এফসির জার্সিতে গত বছর নজর কেড়েছিলেন। আইএসএলে ভাল পারফরম্যান্স করার সুবাদে জাতীয় দলে ডাক পান সুরেশ। এমন কী বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচেও ভাল পারফরম্যান্স করেছিলেন তিনি। যার সুবাদেই তাঁকে বেছেছে এআইএফএফ।
বর্ষসেরা মহিলা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন ৩১ বছরের তারকা ফরোয়ার্ড বালা দেবী। বালা দেবী এখন স্কটল্যান্ডের ক্লাব রেঞ্জার্সে খেলেন। ভারতীয় মহিলা ফুটবলাদের মধ্যে বালা দেবীই ইউরোপের কোনও পেশাদার ফুটবল ক্লাবে খেলার প্রথম সুযোগ পান।
সেরা প্রতিভাবান মহিলা ফুটবলার নির্বাচিত হয়েছেন ১৯ বছরের তরুণী মণীশা কল্যাণ। প্রথমে ভারতের জার্সিতে বয়সভিত্তিক টুর্নামেন্টে নজর কেড়েছিলেন। দু'বছর আগে সিনিয়র দলে অভিষেক হয়েছিল মণীশার। গত বছর আই লিগে সেরা প্রতিভাবান ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন তিনি। গোকুলম কেরালা এফসিকে আই লিগ চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন মণীশা।
বছরের সেরা রেফারি নির্বাচিত হয়েছেন তেজাস নাগভেঙ্কর। সেরা সহকারী রেফারি হয়েছেন সুমন্ত দত্ত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports