
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বুধবার বড়দিন। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে আনন্দে মেতেছে গোটা দুনিয়া। যে যেমন ভাবে সম্ভব দিনটাকে উৎযাপন করার চেষ্টা করে। কেক কেটে, পরিবারের সঙ্গে ভ্রমণে গিয়ে আনন্দে মেতে ওঠে গোটা বিশ্ববাসী। সেরকমই আনন্দে মাতলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বড় দিন উপলক্ষ্যে তিনি স্বপরিবারে ফিনল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। এই মুহূর্তে ক্লাব ফুটবল বন্ধ রয়েছে। সেই কারণে কিছুটা হালকা হওয়ার জন্য ফুটবলাররা নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। বর্তমানে ফিনল্যান্ডের, ল্যাপল্যান্ডে রয়েছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে সেই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। শুধু তাই নয়, তাঁর ফ্যানদেরকে বড়দিনের শুভেচ্ছাও জানিয়েছেন।
ভিডিয়োতে দেখা যাচ্ছে রোনাল্ডো এবং তাঁর পরিবার সান্তা ক্লজের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, ‘আজকে একটা বিশেষ এবং অন্যরকম দিন, কারণ আমরা সান্তা ক্লজের সঙ্গে দেখা করব।’ এরপর দেখা যায় অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে তাঁরা একটি বাড়িতে উপস্থিত হন। যেটি আলো দিয়ে সাজানো ছিল। সান্তাকে কাছে পেয়ে বেশ খুশি হন রোনাল্ডোর সন্তানরা। দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা। সান্তার তরফে উপহারও দেওয়া হয় তাঁদের। এরপর ভিডিয়োর শেষ দিকে ফ্যানদের বড়দিনের শুভেচ্ছা জানান তিনি। আশা করেছেন আগামী বছর আরও ভালো কাটবে বলে। ভিডিয়োর শেষ দিকে তিনি স্প্যানিশ ভাষায় বলেন, ‘আশা করব ২০২৫ এই বছরের মতো বা এর থেকে ভালো কাটবে… পরিবার, বন্ধুদের সঙ্গে এবং পেশাদারি পর্যায়েও।’
অন্যদিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আরও একটা ভিডিয়ো প্রকাশ করা হয়েছে রোনাল্ডোর তরফে। যেখানে দেখা যাচ্ছে কনকনে শীতে খালি গায়ে ঠান্ডা জলে নামছেন তিনি। ৩৯ বছর বয়স হলেও যে রোনাল্ডো অনেক ফিট তা বলার অপেক্ষা রাখে না। সব সময় নির্দিষ্ট ডায়েট ফলো করে থাকেন। পাশাপাশি শরীর চর্চার উপরও বিশেষ জোর দিয়ে থাকেন। সম্প্রতি এই বয়সেও তাঁকে বাইসাইকেল কিক করে অনবদ্য গোল করতে দেখা যায়। UEFA নেশনস লিগের গ্ৰুপ পর্বের ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে তিনি সেই অসাধারণ গোলটি করেছিলেন। যার সুবাদে ম্যাচে ৫-১ ব্যবধানে জয় পেয়েছিল পর্তুগাল। এছাড়াও ক্লাব ফুটবলেও দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। চলতি মরশুমে আল নাসেরের হয়ে ১২ ম্যাচে ১০টি গোল করে ফেলেছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports