শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার ছিলেন নেইমার জুনিয়ররা। তবে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে যায় ব্রাজিলের অভিযান। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে গিয়ে ছিটকে যেতে হয় তাঁদের। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২০০২ সালের পর থেকে কেবলমাত্র হতাশার সম্মুখীন হতে হয়েছে। কাতার বিশ্বকাপে তাঁদের হতাশার মুখোমুখি হতে হলেও কিছুটা স্বস্তি যেন দিলেন তাঁদের স্ট্রাইকার রিচালির্সন। সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে বাইসাইকেল কিকে অনবদ্য একটি গোল করেছিলেন তিনি। কাতার বিশ্বকাপের সেরা গোল হিসেবে নির্বাচিত হল সেই গোলটি।
আরও পড়ুন: বিশ্বকাপে মেসির পরা আলখাল্লার দাম কত উঠল জানেন? শুনলে চোখ কপালে উঠবে
প্রসঙ্গত নেইমারদের ব্রাজিলের এ বারের বিশ্বকাপে লক্ষ্য ছিল 'হেক্সা মিশন' সম্পন্ন করা। তবে কোয়ার্টার ফাইনালেই থেমে যেতে হয় তাঁদের। তবে এই বারেই জাতীয় দলের হয়ে বিশ্বকাপে অভিষেকেই নজর কেড়েছেন দলের প্রতিভাবান তারকা রিচার্লিসন। উল্লেখ্য, এ বারের বিশ্বকাপে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সার্বিয়ার। নিজেদের প্রথম ম্যাচে দলের হয়ে বাইসাইকেল কিকে রিচার্লিসন অসাধারণ গোল করেন। সেই ম্যাচে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন রিচালির্সন।
যা কাতার বিশ্বকাপের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে। সে দিন তাঁর জোড়া গোলেই ২-০ ব্যবধানে জিতেছিল ব্রাজিল। কাতারে লুসেইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৭৩তম মিনিটে অনবদ্য গোলটি করেছিলেন রিচার্লিসন। বাঁ দিক থেকে সাইড ফুটে ক্রস করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। সেই বলকেই বাঁ পায়ের টোকাতে তুলে নিয়ে শরীরকে শূন্যে ভাসিয়ে ১৩ গজ দূর থেকে অনবদ্য বাইসাইকেল কিকে গোল করেন রিচার্লিসন।
আরও পড়ুন: মেসির পাশে দাঁড়িয়েই এমবাপের পুতুল হাতে ধরে শোভাযাত্রায় ঘুরলেন মার্টিনেজ
ফিফার সেরা গোলের তালিকায় শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে করা রিচার্লিসনের আরও একটি গোলও ছিল। ছিল পোল্যান্ডের বিরুদ্ধে করা কিলিয়ান এমবাপের গোল। ইকুয়েডরের বিপক্ষে কোডি গ্যাকপোর গোল তালিকায় জায়গা পেয়েছি। মেক্সিকোর বিপক্ষে এঞ্জো ফার্নান্ডেসের গোল এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারের করা গোলও এই তালিকায় ছিল। তবে সকলকে পিছনে ফেলে দেন রিচার্লিসন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।