বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > AFC Asian Cup Qualifiers-এর আগে ATK MB-র মুখোমুখি হবে ভারতীয় টিম
আগামী মাসে কলকাতায় গুরুত্বপূর্ণ এশিয়ান কাপ ২০২৩-এর ফাইনাল রাউন্ডের বাছাইপর্বের ম্যাচের আগে ভারত দু'টি প্রস্তুতি ম্যাচ এবং দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। ভারতের র্যাঙ্কিং এখন ১০৬। সেখানে ভারত যাদের মুখোমুখি হবে, সকলেই নীচে রয়েছে। হংকং (১৪৭), আফগানিস্তান (১৫০) এবং কম্বোডিয়া (১৭১) গ্রুপের চূড়ান্ত পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত। ভারতের আবার ঘরের মাঠে খেলার সুবিধা রয়েছে। সূত্রের খবর, যুবভারতীতে প্রস্তুতি ম্যাচ খেলার পর, ভারতীয় দল দোহায় দু'টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে।