সুনীল ছেত্রীদের পর ভারতীয় মহিলা টিমও আগুনে মেজাজে রয়েছে। ২০২৩ সালের ৭ এপ্রিল শুক্রবার বিশকেকের ডোলেন ওমুরজাকভ স্টেডিয়ামে কিরঘিজ প্রজাতন্ত্রকে ৪-০ উড়িয়ে দিয়ে ২০২৪ এএফসি (AFC) মহিলা অলিম্পিক্স কোয়ালিফাইং টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল। চার দিনের ব্যবধানে ভারত টানা দ্বিতীয় ম্যাচ জিতল।
এই সপ্তাহের শুরুতে তাদের প্রথম ম্যাচে কিরঘিজস্তানকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল। প্রথমার্ধে ১০ জন হয়ে যাওয়ার পরেও ভারতের মেয়েরা কিরঘিজস্তানের উপর নিজেদের আধিপত্য বিস্তার করে রেখেছিল। জোড়া গোল করেন সন্ধ্যা রঙ্গনাথন। এবং অঞ্জু তামাং ও পরিবর্তে নামা রেনু একটি করে গোল করেন।
ব্লু টাইগ্রেসরা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। এবং ভারত মাত্র ১৮ মিনিটের মধ্যেই গোলের মুখ খুলে ফেলে। বিপক্ষ গোলকিপারের পাশ কাটিয়ে শট নেওয়ার আগে দুই ডিফেন্ডারকে ডজ দিয়ে বল নিয়ে গোলের দিকে এগিয়ে গিয়েছিলেন সন্ধ্যা। এর পর একদম মাপা শটে তিনি জালে জড়ান।
আরও পড়ুন: বাড়তি ২ কোটির জরিমানা এড়াতে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিল কেরালা ব্লাস্টার্স
কয়েক মিনিট পরেই কিরঘিজস্তানকে দ্বিতীয় ধাক্কা দেয় ভারত। ২৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোল পায় টিম ইন্ডিয়া। ম্যাচের ২৪ মিনিটে অঞ্জু তামাং হাফ ভলিতে ২-০ করেন। এর মাঝেই ধাক্কা খায় ভারত। এর মাঝেই আবার লালকার্ড দেখে বসেন কার্তিকা আঙ্গামুথু। তিনি কিরঘিজ অধিনায়ক আইজান বোরনবেকোভাকে বল ছাড়া ফাউল করে লালকার্ড দেখলে ভারত ১০ জন হয়ে পড়ে।
মনে করা হয়েছিল, এর পর হয়তো কিরঘিজস্তান ম্যাচের রাশ নিজেদের হাতে নেবে। কিন্তু কোথায় কী! দশ জন হয়ে পড়ার পরেও ভারতের দাপট এতটুকু কমেনি। এ দিকে অঞ্জু এবং সন্ধ্যা ভারতের আক্রমণের ঝাঁজ এতটুকু কমেনি। তারা বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। প্রথমার্ধে ভারতের লিড আরও বাড়তে পারত। কিন্তু গোলের মুখ খোলেনি। তাই বিরতিতে খেলার ফল ছিল ২-০-ই।
আরও পড়ুন: হাবাস নন, মুম্বইকে ISL জেতানো স্প্যানিশ কোচের উপরই ভরসা রাখল ইস্টবেঙ্গল
দ্বিতীয়ার্ধেও ভারতের আক্রমণের জাঁজ এতটুকু কমেনি। প্রথমার্ধ তারা যেখানে শেষ করেছিল, সেখান থেকেই বিরতির পর খেলা শুরু করে টিম ইন্ডিয়া। এবং ম্যাচের ৫৬ মিনিটে সন্ধ্যা নিজের দ্বিতীয় গোল করে ভারতকে ৩-০ এগিয়ে দেন। মিডফিল্ডার ইন্দুমাথি কাথিরসান বাঁ-দিক থেকে উপরে উঠেছিলেন এবং তিনি একটি নীচু ক্রস দেন সন্ধ্যাকে। সেটি ধরেই ৩-০ করেন সন্ধ্যা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।