বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > জল্পনার অবসান, ফ্রান্স ফুটবল টিমের হটসিটে থাকছেন দেশঁই, ২০২৬ পর্যন্ত চুক্তি
পরবর্তী খবর
জল্পনার অবসান, ফ্রান্স ফুটবল টিমের হটসিটে থাকছেন দেশঁই, ২০২৬ পর্যন্ত চুক্তি
1 মিনিটে পড়ুন Updated: 08 Jan 2023, 11:11 AM ISTTania Roy
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনার কাছে হারের পর দিদিয়ের দেশঁর ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এমন কী নতুন কোচ হিসেবে জিনেদিন জিদানের নাম প্রবল ভাবে শোনা গিয়েছিল। আসলে বিশ্বকাপের পরেই ফ্রান্সের সঙ্গে দেশঁর চুক্তি শেষ হয়ে গিয়েছিল। যে কারণে জল্পনার মাত্রাটা আরও বেড়ে গিয়েছিল।
দিদিয়ের দেশঁ।
টানা দ্বিতীয় বার ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে না পারার আফসোস রয়েছে ষোল আনা। তবে একজন কোচের কাছে পরপর দু'বার দলকে ফাইনালে নিয়ে যাওয়াটাও তো বড় কৃতিত্বের বিষয়। দিদিয়ের দেশঁর কোচিংয়ে ফ্রান্স একবার চ্যাম্পিয়ন হয়েছে। আর ২০২২ সালে আর্জেন্তিনার কাছে টাইব্রেকারে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কিলিয়ান এমবাপেদের।
তবে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনার কাছে হারের পর দিদিয়ের দেশঁর ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এমন কী নতুন কোচ হিসেবে জিনেদিন জিদানের নাম প্রবল ভাবে শোনা গিয়েছিল। আসলে বিশ্বকাপের পরেই ফ্রান্সের সঙ্গে দেশঁর চুক্তি শেষ হয়ে গিয়েছিল। যে কারণে জল্পনার মাত্রাটা আরও বেড়ে গিয়েছিল। তবে জিদান নয়, সেই দেশঁতেই নিজেদের আস্থা রাখল ফ্রান্সের ফুটবল ফেডারেশন।
ফ্রান্সের কোচ হিসেবে দেশঁর সাফল্য কিন্তু ঈর্ষণীয়। তবে আর্জেন্তিনার কাছে হারটা যেহেতু ফ্রান্সের ফুটবলপ্রেমীরা হজম করতে পারেননি, তাই মনে করা হয়েছিল, দেশঁর ভবিষ্যতও বোধহয় অথৈ জলে। সরে যেতে হতে পারে তাঁকে। পুনরায় তাঁকে এমবাপেদের দায়িত্ব নাও দেওয়া হতে পারে। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে একেবারে ২০২৬ সাল পর্যন্ত ফ্রান্স দলের কোচ হিসেবে দেশঁকেই রেখে দেওয়া হল।
শনিবারই নতুন চুক্তিতে সই করেন ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক তথা কোচ। ফ্রান্স ফুটবল ফেডারেশেনের তরফে দেশঁর নতুন চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। সঙ্গে তারা জানিয়েছে, ‘ফ্রান্স ফুটবল ফেডারেশন এবং ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রান্ট খুবই খুশির সঙ্গে ঘোষণা করছেন যে, দিদিয়ের দেশঁ ২০২৬ সাল পর্যন্ত ফ্রান্স ফুটবল দলের কোচের পদে থাকার চুক্তি স্বাক্ষর করেছেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।