প্যারিসে আয়োজিত প্যারালিম্পিক্সে ২০২৪-এর মঞ্চে তৈরি হল ইতিহাস। আয়োজক দেশ ফ্রান্সের ব্লাইন্ড ফুটবল টিম আর্জেন্টিনাকে হারিয়ে সোনা জিতল। নির্দিষ্ট সময় পর্যন্ত খেলার ফলাফল ১-১ থাকার পর পেনাল্টিতে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। সেখানে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে হারিয়ে সোনা জয় করল ফ্রান্স। তাদের হয়ে জয়সূচক পেনাল্টি শটটি নেন ফ্রেডেরিক ভিলারোক্স। ব্রাজিল বাদে ফ্রান্স একমাত্র দল, যারা প্যারালিম্পিকের এই বিভাগে সোনা জয় করল। সোনা জয়ের পর ফ্রেডেরিক একা এই কৃতিত্ব নিতে চাননি। দলকেই কৃতিত্ব দেন। ম্যাচ শেষে তাঁর বক্তব্য, ‘এটা যেন সিনেমার স্ক্রিপ্ট। সেরকমই অনুভূতি হচ্ছে।’ আর সেই জয়ের পরে তাদের সেলিব্রেশনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।