
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কাতার বিশ্বকাপে দুরন্ত প্রত্যাবর্তন করেছে আর্জেন্তিনা। সৌদি আরবের বিরুদ্ধে গ্রুপ লিগে নিজেদের প্রথম ম্যাচ হেরেও তারা বাকি ২ ম্যাচ দাপটের সঙ্গে জিতে নকআউটে পৌঁছে গিয়েছে। আর শনিবার প্রি-কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আরও বড় চ্যালেঞ্জ নিয়ে লড়াই শুরু করবেন লিওনেল মেসিরা।
যদিও ধারে-ভারে আর্জেন্তিনার চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তবু অজিদের বিরুদ্ধে নামার আগে বেশ চাপে মেসিরা। তার বড় কারণ ডি'মারিয়ার চোট। পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের মাঝপথেই তুলে নিতে হয়েছে অ্যাঙ্খেল ডি'মারিয়াকে। তবে ম্যাচের আগের দিন অর্থাৎ শুক্রবার আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘ডি'মারিয়ার শারীরিক অবস্থা ভালোই রয়েছে। আশা করি ও খেলতে পারবে। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট কোনও ধারণা আমার কাছে নেই।’ তবে নকআউট পর্বের প্রথম ম্যাচেই ডি'মারিয়াকে না পাওয়া গেলে, নিঃসন্দেহে বড় ধাক্কা হবে আর্জেন্তিনার জন্য।
আরও পড়ুন: হেরেও টপার রোনাল্ডোরা, ইতিহাস গড়ল কোরিয়া, স্বপ্নভঙ্গ উরুগুয়ের
এ দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে কিছু বদলের ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। তিনি বলেছেন, ‘আমাদের ম্যাচগুলো লক্ষ্য করলে দেখবেন, আমি বার বার একই ফুটবলারদের খেলাই না। সবার আগে প্রতিপক্ষকে দেখি এবং সেই অনুযায়ী দল সাজাই। পর পর দু’ম্যাচে একই প্রথম একাদশ নামানো আমার কাছে কাছে বিরল ব্যাপার। দলের প্রত্যেকে ভালোই জানে তাদের কী করতে হবে। প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে চাই। দরকার না হলে একই একাদশ খেলাব না।’
আরও পড়ুন: এখনও পা ফোলা, ব্যথা রয়েছে- নেইমারকে বাকি বিশ্বকাপে পাওয়া যাবে তো?
তবে ফিফার সূচি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন আর্জেন্তিনার কোচ। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়া গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করেছে। তাদের খেলা ছিল সন্ধে ৬টায় (কাতারের সময় অনুযায়ী)। আমরা প্রথমে শেষ করেছি, আমাদের আগের ম্যাচ ছিল রাত ১০টায় (কাতারের সময় অনুযায়ী)। ভোর ৪টেয় শুতে গিয়েছি আমরা। ৪৮ ঘণ্টা পরে আবার একটা ম্যাচে নামতে হলে, তার প্রভাব তো পড়বেই। খুবই কঠিন হচ্ছে এ বারের বিশ্বকাপে খেলা।’
তবে হাল ছাড়ার পাত্র নন স্কালোনি। পোল্যান্ডকে যে স্ট্র্যাটেজিতে হারিয়েছেন, অস্ট্রেলিয়াকেও সেই স্ট্র্যাটেজিতেই বোতলবন্দি করতে চান স্কালোনি। তাঁর দাবি, ‘পোল্যান্ডের মতোই খেলবে ওরাও (অস্ট্রেলিয়া)। বল আমাদের পায়ে থাকবে। কিন্তু মাঠের অনেকটা জায়গা জুড়ে ওদের ফুটবলাররা খেলবে। ওরা দ্রুতগতির দল। লম্বা সেন্টার ব্যাক রয়েছে। আমরা বক্সের কাছাকাছি ফাউল করতে চাই না।’ এ দিকে নকআউটে লিও মেসি কী ম্যাজিক দেখান, তাঁর অপেক্ষায় ফুটবল বিশ্ব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports