বারপুজোর দিন লাল-হলুদে ফের অশান্তি। ফের ক্লেটন সিলভা আর অস্কার ব্রুজের মধ্যে প্রকাশ্যে ঝামেলা। বাংলার নতুন বছরের প্রথম দিনই অনুশীলনে ফের কোচ ব্রুজো-ক্লেটনের মধ্যে ‘তু তু ম্যায় ম্যায়’। আর কোচের সঙ্গে ফের ঝামেলা করে মাঠ ছাড়লেন ক্লেটন সিলভা। অনুশীলন চলাকালীন কোচ কিছু বলতে গেলেই, ক্লেটন ফের তেলেবেগুনে জ্বলে ওঠেন। তর্ক করে মাঠ ছেড়ে বের হয়ে যান তিনি। যা নিয়ে নববর্ষের দিন ফের বিতর্কের আগুনে ঘি পড়েছে।
বারপুজোর পরই অনুশীলন শুরু হয় লাল-হলুদের। তবে কোচ কোনও নির্দেশ দিয়েছিলেন ক্লেটনকে। সেটা শুনেই অস্কারকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন লাল-হলুদের তারকা স্ট্রাইকার। এর পরেই হঠাৎ-ই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। এই পরিস্থিতিতে শৌভিক চক্রবর্তী এক প্রকার জোর করেই মাঠের বাইরে নিয়ে যান ক্লেটনকে।
এই ঘটনার পর ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার সব শুনে বিষয়টি নিয়ে বিশেষ গায়ে মাখেনি। তিনি বলে দেন, ‘ইস্টবেঙ্গলে তো আগেও কোচ আর ফুটবলারের মধ্যে ঝামেলা হয়েছে। মিটেও গেছে। এ আর নতুন কী। দল এর পরেও সাফল্য পেয়েছে। কোচের সঙ্গে ফুটবলারের ঝামেলা থাকবেই। এটা নিয়ে ভাবার কিছু নেই।’
চলতি মাসের ২০ তারিখ থেকে শুরু হচ্ছে সুপার কাপ। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। আইএসএলে ব্যর্থতার পরে সুপার কাপকেই এখন পাখির চোখ করছে ইস্টবেঙ্গল। তার আগেই কোচ-ক্লেটন দ্বন্ধে দলের ভারসাম্য নষ্ট হওয়ার ভয় থাকছে। সুপার কাপে এর প্রভাব পড়ার বিস্তর সম্ভাবনা রয়েছে।
এর আগে রবিবার ইস্টবেঙ্গল যখন চেন্নাইয়িন এফসি-র সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছিল, সেখানেই অস্কার ব্রুজোর সঙ্গে প্রথম প্রকাশ্যে ঝামেলার বাধে ক্লেটন সিলভার। এই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই, ৩০ সেকেন্ডের মধ্যে মাঠ ছেড়ে সোজা ফিরে যান হোটেলে। এর পর মঙ্গলবার (১৫ এপ্রিল) ফের দু'জনের মধ্যে ঝামেলা হয়। আর এতে ক্লেটনের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
কোচের সঙ্গে ক্লেটনের ঝামেলা নতুন নয়। অনেক দিন ধরেই দু'জনের মধ্যে ‘ঠান্ডা যুদ্ধ’ চলছে। সেটাই এবার বারবার প্রকাশ্যে এসে পড়েছে। শুরু থেকেই ক্লেটনকে পছন্দ করেন না অস্কার ব্রুজো। সেটা তিনি নানা ভাবে বুঝিয়েও দিয়েছেন। তবে বিকল্প না থাকায়, বাধ্য হয়েই ক্লেটনকে টানা খেলাতে হয়েছে তাঁকে। যদি অস্কার ব্রুজো পরের মরশুমে কোচ থাকেন, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে জায়গা হবে না ক্লেনটের। আর এই ভাবে বারবার কোচের সঙ্গে ক্লেটন যেভাবে ঝামেলায় জড়াচ্ছেন, তাতে তাঁর ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।