ফিফা ক্লাব বিশ্বকাপের আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমান ক্লাবকে ছাড়তে পারেন বলে একটা খবর কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। এমনকি কয়েকদিন আগে বিষয়টি নিয়ে ইঙ্গিত দেন স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যাতে বোঝা গেছিল, রোনাল্ডোকে পেতে ইতিমধ্যেই ফিফা ক্লাব বিশ্বকাপের দলগুলো ঝাঁপানো শুরু করে দিয়েছে। আর সিআরসেভেন না থাকলে যে সেই প্রতিযোগিতার উজ্জ্বলতাও হ্রাস পায় সেকথা বলাই বাহুল্য। এদিকে রোনাল্ডোর সঙ্গেও বর্তমান ক্লাব আল নাসেরের চুক্তি বাকি রয়েছে আর কয়েকটা দিন।
এবার সেই সম্ভাবনাই জোরালো হল। আল নাসের সোমবার রাতে আল ফাতেহ ক্লাবের বিরুদ্ধে ২-৩ গোলে হেরে গেল। সিআরসেভেন অবশ্য নিজের নামের প্রতি সুবিচার করে এই ম্যাচেও গোল করেছেন। কিন্তু দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন তিনি। এক্ষেত্রে আল ফাতেহ দলের গোলরক্ষক আকিদির অবদান রয়েছে অনেক। তবে রোনাল্ডোর নিজের দলের ডিফেন্ডারদের বেহাল দশাও তাঁদের হারের কারণ।
সৌদি ছাড়ছেন সিআরসেভেন?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দল এবারে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ের মধ্যে শেষ করতে পারল না। ফলে তাঁরা আগামী মরশুমে আর এএফসির চ্যাম্পিয়নস লিগ ওয়ানে খেলতে পারবে না। খেলতে হবে চ্যাম্পিয়ন্স লিগ টুতে। আর এই আবহেই দল ছাড়ার বার্তা দিয়ে দিলেন খোদ পর্তুগিজ সুপারস্টার। ম্যাচ হারের পরই তাঁর সোশাল মিডিয়া পোস্ট কার্যত বিস্ফোরণ ঘটাল বিশ্বফুটবলের আঙিনায়।
রোনাল্ডোর পোস্ট
ম্যাচের পরই রোনাল্ডো ইন্সটাগ্রাম, ফেসবুকে একটি পোস্ট করে জল্পনা বাড়ান। যা দেখে অনেকেই মনে করছে ২০২২-২০২৫ অবশেষে আল নাসেরের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে সিআরসেভেনের। তিনি লেখেন ' দিস চ্যাপ্টার ইজ ওভার। দ্য স্টোরি? স্টিল বিইং রিটেন, গ্রেটফুল টু অল'। প্রসঙ্গত আল ফাতেহ-র বিরুদ্ধে ম্যাচে নিজের ক্লাব কেরিয়ারার ৮০০তম গোলটি করেন রোনাল্ডো। শুধু তাই নয়, সৌদি প্রো লিগে ব্যাক টু ব্যাক গোল্ডেন বুট অর্থাৎ টপ স্কোরারও হলেন পর্তুগিজ সুপারস্টারই।
ভালো মানের লিগে খেলতে চান রোনাল্ডো
২০২২ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সকলকে চমকে দিয়েই ইউরোপিয়ান ফুটবল ছেড়ে চলে আসেন সৌদি আরবে। এরপরই এদেশের লিগ জনপ্রিয় হয়ে ওঠে। এবং একে একে নেইমার, সাদিও মানে, বেঞ্জেমা, হেন্ডারসনসহ বিশ্বের তারকা ফুটবলাররা আসা শুরু করেন। কিন্তু ২০২৬ ফুটবল বিশ্বকাপকে যেহেতু রোনাল্ডো পাখির চোখ করছেন, তাই তাঁর আগে একটা বছর ইউরোপিয়ান ফুটবলে অর্থাৎ সৌদির থেকে বেশি কম্পিটিটিভ বা ভালো মানের লিগে খেলেই রোনাল্ডো চাইবেন নিজেকে তৈরি করে নিতেই। তাই জন্যই তিনি সৌদি ছাড়তে পারেন বলে মনে করা হচ্ছে সিআরসেভেনের এই পোস্টের পর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।