সময়টা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কাতারে ২০২২ বিশ্বকাপ চলাকালীন দেশের জার্সিতে সমালোচনার মুখে পড়েছিলেন সিআর সেভেন। তবে তার আগেও তাঁর প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন। এবার তাঁর নতুন ক্লাব নাসেরের সঙ্গেও রোনাল্ডোর বিতর্কের ঘটনা সামনে আসছে। সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পরে সৌদি সুপার কাপে আল ইত্তিহাদের কাছে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের। তার পরেই রোনাল্ডোর উপর খেপে গিয়েছেন আল নাসের দলের মালিক।
আল ইত্তিহাদের কাছে হারের জন্য ম্যাচের পর সরাসরি রোনাল্ডোকেই দায়ী করেছেন কোচ রুডি গার্সিয়া। সব মিলিয়ে, সৌদিতে জীবন কঠিন হয়ে উঠতে শুরু করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাঁর দলে যোগ দেওয়ার পরেই গার্সিয়া বলেছিলেন, দলে মানিয়ে নিতে সময় লাগবে রোনাল্ডোর। সেই কথাই ক্রমশ সত্যি হতে চলেছে। সুপার কাপ থেকে বিদায়ের পর গার্সিয়া বলেছেন, ‘প্রথমার্ধে একটা সহজ সুযোগ মিস করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেটা গোল হলে ম্যাচের পরিস্থিতি অন্য রকম হতে পারত।’ অর্থাৎ ঘুরেফিরে সেই রোনাল্ডোকেই দায়ী করেছেন গার্সিয়া। সৌদি আরবে রোনাল্ডো যাওয়ার পর মনে করা হয়েছিল সহজেই মন জয় করে নেবেন। তবে এখন সৌদির ঘরোয়া ফুটবল যথেষ্ট প্রতিযোগিতামূলক। তাই সেখানেও নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে রোনাল্ডোকে। কিন্তু তাঁর খেলায় খুশি নন দলের মালিক।
আরও পড়ুন… ভিডিয়ো: IPL 2023-এ প্রস্তুতির জন্য মাঠে নেমে পড়লেন ধোনি, মারলেন হেলিকপ্টার শট
রিপোর্ট অনুযায়ী একটি ভিডিয়োতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন দলের আল নাসেরের মালিক। দাবি করা হচ্ছে ভিডিয়োতে যাঁকে দেখা গিয়েছে তিনি নাকি আল নাসেরের মালিক। স্থানীয় সংবাদমাধ্যম এমনটা দাবি করেছেন। ভিডিয়োতে আল নাসেরের মালিককে বলতে শোনা গিয়েছে, ‘এখান থেকে বেরিয়ে যাও। আমি রোনাল্ডোর পিছনে ১৭৮৫ কোটি টাকা খরচ করেছি। আর ও শুধু একটাই কথা বলতে শিখেছে, ‘সিউ’ (যার অর্থ ‘ইয়েস’)। এটা হতে পারে না।’ কার উদ্দেশে তিনি এই কথা বলেছেন সেই বিষয়টা অবশ্য পরিষ্কার নয়, কারণ ভিডিয়োতে সেটি দেখা যায়নি।
আরও পড়ুন… সানিয়া অবসর নিলেও রিটায়ার করছেন না শোয়েব, ফিটনেস চ্যালেঞ্জ দিলেন জুনিয়রদের
শুধু প্রতিপক্ষ ফুটবলারের উল্লাসের ভঙ্গিই নয়, ম্যাচ জেতার পরে ‘মেসি-মেসি’ চিৎকার শোনা যায় ইত্তিহাদ সমর্থকদের মুখে। এই সব ঘটনায় রেগে যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একে গোল করতে পারেননি তিনি, এর উপরে তাঁর দল হেরেছে, তার পরে মেসির নামে জয়ধ্বনি শুনে রোনাল্ডোকে বিরক্ত হতে দেখা যায়।
আল নাসেরের বিরুদ্ধে প্রথমার্ধের বিরতির ঠিক আগে গোল করেন আল ইত্তিহাদের আব্দেরাজ্জাক হামদাল্লা। তার পরেই দেখা যায়, মেসির কায়দায় উল্লাস করছেন তিনি। ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল করে বার্সেলোনাকে জিতিয়ে জার্সি তুলে ধরে উল্লাস করেছিলেন মেসি। সেই একই কায়দায় দেখা গিয়েছে হামদাল্লাকে। সৌদি আরবের ক্লাবের হয়ে খেললেও লিওনেল মেসির নামে জয়ধ্বনি শুনতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। প্রতিপক্ষ ফুটবলার গোল করে মেসির কায়দায় উল্লাস করেছেন। সে সব দেখে রেগে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠের মধ্যেই বার বার মেজাজ হারিয়েছেন রোনাল্ডো।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।