Mohammedan Sporting vs Southern Samity Highlights: কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক করল মহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন সাদার্নকে ২-০ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড। তবে দ্বিতীয়ার্ধে বেশ ভালো ফুটবল খেললেও কামব্যাক করতে পারেনি সাদার্ন।
Mohammedan Sporting vs Southern Samity Highlights: জয়ের হ্যাটট্রিক মহামেডানের
প্রথমার্ধেই অভিজিৎ এবং ডেভিডের গোলে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং। অবশ্য দ্বিতীয়ার্ধে আর তারা গোলের মুখ দেখতে পারেনি। কিন্তু এদিন শেষের দিকে লড়াই চালায় সাদার্ন। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জিতে নেয় মহামেডান স্পোর্টিং।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: ম্যাচ শেষ
৯০+৭- বাঁশি বাজিয়ে রেফারি জানিয়ে দিলেন আজকের ম্যাচ শেষ। ২-০ গোলে ম্যাচ জিতল মহামেডান স্পোর্টিং। সমর্থকদের ক্ষোভের মুখে রেফারি।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: হাতাহাতিতে দুই দলের ফুটবলার
৯০+৬- হ্যান্ড বলের সিদ্ধান্ত নিয়ে ঝামেলায় জড়ালেন দুই দলের ফুটবলার। হাতাহাতিও হয়। বাধ্য হয়ে কার্ড দেখালেন রেফারি।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: ৭ মিনিট অতিরিক্ত সময়
৯০ মিনিট- নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছে। আরও সাত মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: গোল লাইন সেভ
৮৭ মিনিট- আরও একটি গোল নিজেদের ঝুলিতে তুলে নিতেই পারতেন মহামেডানের ফুটবলাররা। গোল হয়েও তা হল না। গোল লাইন সেভ করলেন সাদার্ন সমিতির ফুটবলার। স্বাভাবিক ভাবেই কিছুটা হলেও আশাহত হয়েছ সাদা-কালো ব্রিগেড।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: চাপ বাড়াচ্ছে সাদার্ন
৮২ মিনিট- চাপ বাড়াচ্ছে সাদার্ন সমিতি। প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে অনেকটা ভালো ফুটবল খেলার চেষ্টা সাদার্নের।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: ফ্রি-কিক পেল সাদার্ন
৭৪ মিনিট- ফ্রি-কিক পেল সাদার্ন। সেখান থেকে গোল করতে পারবে তারা? কিন্তু না হল না। ব্যবধান কমাতে পারল না সাদার্ন সমিতি।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: মহামেডানের আক্রমণের মাঝেই ম্যাচে ফেরার চেষ্টা সাদার্নের
৬৫ মিনিট- দাপট বজায় রেখেছে মেহেরাজওয়াদ্দিন ওয়াডুর শিষ্যরা। কিন্তু তারই মধ্যে বাঁধা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন সাদার্ন সমিতি।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: চাপ জারি রেখেছে মহামেডান
৫৫ মিনিট- দ্বিতীয়ার্ধেও নিজেদের দাপট বজায় রেখেছে মহামেডান। পরপর আক্রমণ করছে ব্ল্যাক প্যান্থাররা।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: ফুটবলার পরিবর্তন করল মহামেডান
৪৭ মিনিট- চোটের সাঙ্গাকে তুলে নিল মহামেডান। মাঠে নামলেন বেসরা।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: দ্বিতীয়ার্ধের খেলা শুরু
৪৬ মিনিট- মেঘাচ্ছন্ন ব্যারাকপুর স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করলেন রেফারি। সেই সঙ্গে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারে কিনা সাদার্ন সেটাই দেখার।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: প্রথমার্ধ শেষ
শেষ হল প্রথমার্ধের খেলা। ২-০ গোলে এগিয়ে রয়েছে মহামেডান স্পোর্টিং। বল পজিশনে এগিয়ে রয়েছে সাদা-কালো ব্রিগেড।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: কার্ড দেখলেন বিপুল
৪৫+৩- ফাউল করায় হলুদ কার্ড দেখলেন সাদার্নের বিপুল।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: প্রথমার্ধের অতিরিক্ত সময় ৫ মিনিট
৪৫ মিনিট- অতিরিক্ত সময় দেওয়া হল ৫ মিনিট। তবে এই ম্যাচে। তবে পরপর আক্রমণ করছে মহামেডান। কার্যত ল্যাজে গোবরে সাদার্নের ফুটবলাররা।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: তৃতীয় গোলের চেষ্টায় মহামেডান
৪০ মিনিট- তৃতীয় গোলের অনেকটা কাছে পৌঁছে যায় মহামেডান। কিন্তু ডেভিড পায়ে বল না রাখতে পারায় আর গোল হল না।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: গোওওওওলললল ডেভিডের
৩৭ মিনিট- ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালাচ্ছে সাদার্ন সমিতি। ১ গোলে পিছিয়ে থাকলেও হার মানতে নারাজ সাদার্ন। আর সেই ডিভেন্সের গলদে ফের করে দলকে এগিয়ে দিলেন ডেভিড। ম্যাচের ফলাফল ২-০।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: ফের অভিজিতের শট
২৭ মিনিট- ডি বক্সের সামনে গোল করার সুযোগ পেয়ে গেলেন অভিজিৎ। কিন্তু বার পোস্টের উপর থেকে বল তুলে দিলেন তিনি।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: গোওওওওললললল…… মহামেডানের
১৫ মিনিট- নিজেদের মধ্যে বোঝাপড়া করে দুর্দান্ত গোল করলেন অভিজিৎ। সাদার্নের ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করলেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা এই ফুটবলার। ম্যাচের ফরাফল ১-০।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: মহামেডানকে চাপে রাখছে সাদার্ন সমিতি
১২ মিনিট- পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে থাকা সাদার্ন সমিতি চাপে রাখছে মহামেডানকে।বেশ কিছুটা হলেও চাপে রয়েছে সাদা-কালো ব্রিগেড।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: সহজ সুযোগ নষ্ট করল মহামেডান
৪ মিনিট- সহজ সুযোগ নষ্ট করলেন বিকাশ। ফাকা গোল পেয়েও জালে বল জড়াতে পারলেন না তিনি। প্রশংসা করতেই হবে সাদার্নের গোলক্ষককে। শুরু থেকেই চাপ বাড়াচ্ছে দুই দল।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: ফ্রি-কিক আদায় সাদার্নের
২ মিনিট- ম্যাচের শুরুতেই ফ্রি-কিক আদায় করে নেয় সাদার্ন। কিন্তু গোল করতে পারলেন না সৌগত।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: শুরু মহামেডান বনাম সাদার্ন সমিতির ম্যাচ
১ মিনিট- বাঁশি বাজিয়ে আজকের ম্যাচ শুরু করলেন রেফারি। জয়ের হ্যাটট্রিক করতে পারবে কিনা সাদা-কালো ব্রিগেড সেটাই দেখার। সেই সঙ্গে এই ম্যাচে পয়েন্ট তুলে নিতে চাইবে সাদার্ন সমিতি।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: সাদার্নের কারা সুযোগ পেলেন?
দীব্যেন্দু সরকার, ফাহাদ, সৌরভ চক্রবর্তী, সুধাকর রাজন, সনু হালদার, শ্রীকুমার, নবি, ঋষি, সৌগত, লালেনমাং, আবসুফিয়ান।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: মহামেডানের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
বিয়াকা, সামাদ, ডিট্টোল, দীপু, আদিঙ্গা, তন্ময়, বিকাশ, অভিশেক, লালরেমসাঙ্গা, ডেভিড, অভিজিৎ।
CFL 2023: রবিবার ফের নামছে ইস্টবেঙ্গল
কলকাতা লিগে শুক্রবার কোনও ম্যাচ না থাকলেও শনিবার এরিয়ান ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: কতটা প্রস্তুত সাদার্ন ?
পয়েন্ট টেবিলের অনেকটাই তলায় রয়েছে সাদার্ন সমিতি। সাদা-কালো ব্রিগেডের বিরুদ্ধে নামার আগে তাই কিছুটা হলেও সতর্ক তারা।
Mohammedan Sporting vs Southern Samity Live Score: জয়ের হ্যাটট্রিক করতে পারবে মহামেডান স্পোর্টিং?
আজ সাদার্ন সমিতির বিরুদ্ধে কলকাতা লিগে খেলতে নামছে মহামেডান স্পোর্টিং। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে জয় ছাড়া আর কিছুই ভাবছে না সাদা-কালো ব্রিগেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।