পরিসংখ্যান বলছে আইএসএলে এখনও পর্যন্ত চারটি ডার্বি হয়েছে। সবক’টিই গোয়ায়। কলকাতার মাঠে খেলা হবে এই প্রথম। আগের চারটি ডার্বিতেই ইস্টবেঙ্গল হেরেছে। সব মিলিয়ে টানা ছ’টি ডার্বিতে হেরে শনিবার খেলতে নেমেছিল লাল-হলুদ। এদিন সাত নম্বর ডার্বিতে জিতল এটিকে মোহনবাগান।
হুগো বুমৌসের গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান (ছবি-টুইটার এটিকে মোহনবাগান)
গত ছ’বার মাথা নীচু করে ইস্টবেঙ্গলের কোচ-ফুটবলারদের মাঠ থেকে ফিরেছেন। এ বারও ছবিটা বদলাল না।
29 Oct 2022, 09:52 PM IST
টানা সাত নম্বর ডার্বি জিতল এটিকে মোহনবাগান
হুগো বুমৌস ও মনবীর সিং-এর গোলে ২-০ ব্যবধানে জয় পেল এটিকে মোহনবাগান। টানা সাত নম্বর ডার্বি জিতল এটিকে মোহনবাগান
29 Oct 2022, 09:49 PM IST
শেষ মুহূর্তের খেলা চলছে
এটিকে মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ যেভাবে খেলছে তাতে সবুজ মেরুনকে অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে
29 Oct 2022, 09:46 PM IST
৯০ মিনিট: এটিকে মোহনবাগন-২, ইস্টবেঙ্গল-০
৪ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এখন দেখার এই চার মিনিটে এটিকে মোহনবাগান ব্যবধান বাড়াতে পারে কি না, না
29 Oct 2022, 09:44 PM IST
৮৮ মিনিট: এটিকে মোহনবাগন-২, ইস্টবেঙ্গল-০
হাতে বাকি আর কয়েকটা মিনিট। ম্যাচে কি ফিরতে পারবে ইস্টবেঙ্গল? সেই দিকেই তাকিয়ে লাল হলুদ সমর্থকেরা।
29 Oct 2022, 09:42 PM IST
ক্লেটন সিলভার দারুণ চেষ্টা
৮৬ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে দারুণ চেষ্টা করেছিলেন ক্লেটন। দুরপাল্লার শট তিনকাঠির উপর থেকে চ
29 Oct 2022, 09:37 PM IST
ইস্ট এটিকে মোহনবাগানে ফুটবলার পরিবর্তন
বসলেন হুগো বুমৌস। দলের গতি বাড়াতে বেশ কিছু পরিবর্তন করল এটিকে মোহনবাগান।
29 Oct 2022, 09:34 PM IST
৭৮ মিনিট: এটিকে মোহনবাগন-২, ইস্টবেঙ্গল-০
হুগো ও মনবীরের গোলে ২-০ এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। এখন কি ইস্টবেঙ্গল ম্যাচে ফিরতে পারবে?
29 Oct 2022, 09:29 PM IST
গোল বাঁচালেন লেনি
৭৩ মিনিটে এটিকে মোহনবাগানের গোলের সামনে পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত লেনি রডরিগেজ শেষ এসে গোল
29 Oct 2022, 09:26 PM IST
ইস্টবেঙ্গল তিনটে পরিবর্তন করল
সৌভিক মাঠে নামলেন। দলের গতি বাড়াতে তিনটি পরিবর্তন করল ইস্টবেঙ্গল।
29 Oct 2022, 09:21 PM IST
গোললললল….
ম্যাচের ৬৫ মিনিটে মনবীরের গোলে ২-০ এগিয়ে গেল এটিকে মোহনবাগান। কমলজিৎ সিং-এর পারফরমেন্স নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
29 Oct 2022, 09:21 PM IST
ISL-এর ডার্বিতে ATK মোহনবাগানের জয়ের রেকর্ড ১০০%
29 Oct 2022, 09:18 PM IST
৬২ মিনিট: এটিকে মোহনবাগন-১, ইস্টবেঙ্গল-০
হুগোর গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান। তবে লাল হলুদের গোলরক্ষক কমলজিৎ সিং-এর পারফরমেন্স নিয়ে অনেকেই প্রশ্ন করতে পারে
29 Oct 2022, 09:11 PM IST
গোলললললল…
কমলজিৎ সিং-এর ভুলে ম্যাচের ৫৬ মিনিটে গোল করে এগিয়ে গেল এটিকে মোহনবাগান। দুরপাল্লার শট থেকে গোল পান হুগো বৌমস।
29 Oct 2022, 09:10 PM IST
ইস্টবেঙ্গলের আক্রমণ
ম্যাচের ৫৪ মিনিটে দারুণ আক্রমণ করেছিল লাল হলুদ ব্রিগেড। অনেক দিন পরে এত ভালো ডার্বি উপহার পেল ফুটবল ভক্
29 Oct 2022, 09:09 PM IST
৫৩ মিনিট: এটিকে মোহনবাগন-০, ইস্টবেঙ্গল-০
খেলার দ্বিতীয়ার্ধের এখনও পর্যন্ত খেলার গতি প্রথমার্ধের মতোই রয়েছে। তবে এখনও কোনও দল গোলের মুখ খুলতে পারেনি।
29 Oct 2022, 09:03 PM IST
কর্ণার পেল এটিকে মোহনবাগান
ম্যাচের দ্বিতীয়ার্ধের দুই মিনিটের ম্যধেই দুটো দল কর্ণার পেল। খেলার গতি কিন্তু একই
29 Oct 2022, 09:01 PM IST
শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা
প্রথমার্ধে শুরুতেই গিয়েছিল এটিকে মোহনবাগান। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ শুরু করল ইস্টবেঙ্গল।
29 Oct 2022, 08:48 PM IST
পরের অর্ধে কী হয় সেটাই এখন দেখার
ম্যাচের বাকি ৪৫ মিনিট। প্রথমার্ধে গোলশূন্য খেলা শেষ হয়েছে। তবে খেলার গতি ছিল বেস। বল পজিশনে এটিকে মোহনবাগান কিছুটা এগিয়েছিল। সবুজ মেরুনের দখলে ছিল ৫৮ শতাংশ বল পজিশন, ইস্টবেঙ্গলের কাছে ছিল ৪২ শতাংশ ব
29 Oct 2022, 08:45 PM IST
প্রথমার্থের খেলা শেষ
আক্রমণ-প্রতিআক্রমণের খেলায় জমে উঠেছে শনিবারের যুবভারতী। দুই দলই বারবার আক্রমণ চালিয়েছে। এখনও পর্যন্ত নজর কেড়েছেন লাল হলুদের সার্থক। লিস্টন-বুমৌসরা কি কিছুটা স্বার্থপর ফুটবল খেলছেন। উঠছে প্রশ্ন।
29 Oct 2022, 08:44 PM IST
২ মিনিট অ্যাডেট টাইম
ম্যাচের গতি অনেকটাই বেশ। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের রক্ষণ সকলের ন
29 Oct 2022, 08:43 PM IST
ফের প্রতিপক্ষের বক্সে ঢুকে গিয়েছিল বুমৌস
বুমৌস-লিস্টনরা কি স্বার্থপর ফুটবল খেলছে। বারবার একা গোলের কাছে পৌঁছে গেলেও গোল করতে ব্যর্থ হন বুমৌস-লিস্ট
29 Oct 2022, 08:38 PM IST
৪০ মিনিটের খেলা শেষ
৪০ মিনিটের খেলা শেষ, ম্যাচের ফল এখনও গোল শূন্য। দুই দলই গোলের খোঁজ চালাচ্ছে, তবে কেউই গোলের দরজা খুলতে পারেন
29 Oct 2022, 08:35 PM IST
মাঠের উত্তেজনা বাড়ছে
বারবার ফুটবলাররা একে অপরের সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়ছেন।
29 Oct 2022, 08:31 PM IST
আবার মিস…
ফের লাল হলুদের রক্ষণকে বাঁচালেন সার্থক। ম্যাচের ৩৪ মিনিটে প্রতিআক্রমণে এটিকে মোহনবাগান এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের বক্সের দিকে। কিন্তু সার্থকের জন্য লিস্টন সুযোগ কাজে
29 Oct 2022, 08:28 PM IST
নিশ্চিত গোল মিস!!!!!!
তিন জনকে ডজ করে বক্সের মধ্যে ঢুকে গিয়েছিলেন হুগো বুমৌস। তবে সার্থকের কারণে নিশ্চিত গোল করতে পারল না এটিকে মো
29 Oct 2022, 08:27 PM IST
৩০ মিনিট খেলার ফল গোল শূন্য
খেলার গতি রয়েছে। দুই দলই আক্রমণ চালাচ্ছে। তবে কোনও দলই এখনও গোল পায়
29 Oct 2022, 08:23 PM IST
হাড্ডাহাড্ডি লড়াই চলছে
জনি কাউকো চোট পয়েছেন। খেলা কিছুক্ষণ বন্ধ রয়েছে। সকলেই আশা করছেন জনির চোট যেন বড় না হয়।
29 Oct 2022, 08:21 PM IST
ইস্টবেঙ্গল বাঁ দিক থেকে আক্রমণ করছে
নিজেদের বাঁ-দিক থেকে আক্রমণ চালাচ্ছে ইস্টবেঙ্গল। ম্যাচের ১৫ মিনিট পরেই যেন খোলস ছেড়ে বেরিয়ে এসেছে লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের মহেশ সিং নাওরেম সকলের নজর কাড়ছেন।
29 Oct 2022, 08:16 PM IST
ফের আক্রমণে লিস্টন
ম্যাচের ২০ মিনিটে ইস্টবেঙ্গলের বক্সে ঢুকে গিয়েছিলেন লিস্টন। কিন্তু আক্রমণ আটকে দিল লাল হলুদ ডিফেন্স। খেলার ফল এটিকে মোহনবাগান-০, ইস্টবেঙ্গল-০।
29 Oct 2022, 08:16 PM IST
আক্রমণে ফিরছে ইস্টবেঙ্গল
ম্যাচের ১৫ ও১৬ মিনিটে মোহনবাগানের রক্ষণকে চাপে ফেলেছিল ইস্টবেঙ্গল।
29 Oct 2022, 08:13 PM IST
দুরন্ত সেভ…..
ম্যাচের ১৬ মিনিটে দারুণ আক্রমণ চালালো ইস্টবেঙ্গল। বিশাল কাইথের জন্য নিশ্চিত গোল হজম করা থেকে বাঁচল এটিকে মোহনবাগান।
29 Oct 2022, 08:09 PM IST
১০ মিনিট
লিস্টন বাঁদিক থেকে গোলে শুট করলেন, কিন্তু বল সাইড-নেটে লাগল।
29 Oct 2022, 08:07 PM IST
৮ মিনিট শেষ, আক্রমণ চালাচ্ছে এটিকে মোহনবাগান
ATKMB দ্বারা বক্সের ভিতরে আরেকটি বিপজ্জনক বল কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স যথেষ্ট সজাগ। বাগানের আক্রমণকে দূরে সরিয়ে দেয়।
29 Oct 2022, 08:03 PM IST
৫ মিনিট শেষ খেলার ফল গোল শূন্য
এটিকে মোহনবাগান বাঁশি বাজার পর শুরুর থেকে আক্রমণে রয়েছে। প্রাথমিক ATKMB চাপ সামলাতে ইস্টবেঙ্গল তাদের রক্ষণকে সামলে রেখেছেন। শুভাশিস বোসকে ভালো কাটব্যাক দিয়েছিলেন পেট্রাটোস। শুভাশিসের লক্ষ্য একটুর জন্য ব্যর্থ হয়েছেন। কিন্তু শুভাশিসের চেষ্টা
29 Oct 2022, 07:57 PM IST
শুরু হয়ে গেল কলকাতার ডার্বি….
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করে যিনি সবুজ-মেরুন সমর্থকদের মন জয় করে নিয়েছেন, সেই অস্ট্রেলিয়া থেকে আসা পেট্রাটসের ওপর নজর থাকবে।
29 Oct 2022, 07:51 PM IST
আপনারা তৈরি তো!!!!
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে খেলা। দুই দলের ফুটবলাররাই মাঠে উপস্থিত হয়েছেন। নির্ধারিত সময়ের ২০ মিনিট পরেই খেলা শুরু হবে।
29 Oct 2022, 07:24 PM IST
পিছিয়ে গেল ডার্বির সময়
৭.৩০ মিনিটের পরিবর্তে ৭.৫০ মিনিটে শুরু হবে খেলা। মোট ২০ মিনিট পিছিয়ে গেল এবারের আইএসএল-এর প্রথম ডার্বির সময়। উদ্যোক্তারা নিজেদের সোশ্যাল মিডিয়াতে সেই খবর জানিয়েছেন। সূত্রের খবর হায়দরাবাদ বনাম গোয়া আইএসএল ম্যাচে ফ্লাড লাইট সমস্যার কারণে সেই খেলা কিছুক্ষণ বন্ধ থাকে, তাই টেলিকাস্টে যাতে সমস্যা না হয় সেই কারণে ডার্বিকে ২০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।
শনিবাসরীয় সন্ধ্যায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে ৬০ হাজার ফুটবলপ্রেমীর ঢল নামবে এবং তাদের গগনচুম্বী শব্দব্রহ্মে মুখর হয়ে উঠবে শহরের আনাচ-কানাচ। দু’বছর ঘরের গ্যালারিতে বসে হিরো আইএসএলের ডার্বি দেখতে পাননি দুই দলের সমর্থকেরা। অভুক্ত ফুটবলপ্রেমীদের ভীড় যে শনিবার গ্যালারিতে উপছে পড়বেই, এই নিয়ে কোনও সন্দেহই নেই। দু’দিন আগেই ঘোষণা হয়ে গিয়েছে, বিক্রির জন্য আর একটিও টিকিট পড়ে নেই।
29 Oct 2022, 05:40 PM IST
কলকাতা ডার্বি নিয়ে লাল-হলুদ কোচের চিন্তা-ভাবনা কী?
আমার কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে কলকাতা ডার্বি ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ এবং বিশেষ ম্যাচ। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে আমরা খুবই উত্তেজিত। ওরা ভাল দল। আমাদের পক্ষে ম্যাচটা কঠিন হবে। তবে আমরা পুরো তিন পয়েন্ট পাওয়ারই চেষ্টা করব। আমরা এখানে জিততেই এসেছি। ডার্বিতে ফর্মই শেষ কথা নয়। সারা সপ্তাহ ভাল প্রস্তুতি নিয়েছি আমরা। শনিবারের ম্যাচে তার প্রতিফলন নিশ্চয়ই দেখা যাবে।
29 Oct 2022, 05:40 PM IST
ডার্বিতে নামার আগে কী বললেন ATK মোহনবাগানের কোচ?
আমি আমার দল নিয়েই বেশি ভাবি। কারণ, প্রতিপক্ষ কেমন, তা তো আর আমার হাতে নয়। প্রতিপক্ষ ভাল দল। ওদের ভাল ভাল খেলোয়াড় আছে। কিন্তু আমি নিজের দলের উন্নতি নিয়ে বেশি ভাবি। সামনে অনেক ম্যাচ আছে। এটাই এখন আমাদের লক্ষ্য। ছোটখাটো ব্যাপারগুলোতে আরও উন্নতি করতে হবে আমাদের। তবে প্রতিপক্ষদের নিয়ে বেশি চিন্তা করছি না।
29 Oct 2022, 05:35 PM IST
এটিকে মোহনবাগানের আক্রমণ বনাম ইস্টবেঙ্গলের রক্ষণ!
এদিনের ম্যাচে এটিকে মোহনবাগানের আক্রমণের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের রক্ষণের লড়াই দেখা যেতে চলেছে বাংলার ফুটবল প্রেমীরা। মোহনবাগানের রক্ষণকে সাম্প্রতিক কালে দুর্বল মনে হয়েছে। একটানা আক্রমণ করেই রক্ষণের দুর্বলতা ঢেকে দিতে চাইছে তারা। অন্য দিকে, স্টিভন আবার রক্ষণ শক্তিশালী করে আক্রমণে উঠতে চাইবে। সমস্যা হল, রক্ষণ যে সব সময় তাঁকে ভরসা দিতে পারছে এমনটা নয়।