কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে লিয়োনেল মেসি খেলতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে। মেসি এই ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করেছেন ঠিকই, তবু তাঁর চোট আদৌ কতটা সেরেছে, তিনি ফিট কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে আর্জেন্তিনার কোচ লিয়োনেল স্কালোনি বলে দিয়েছেন, মেসির সঙ্গে কথা বলে তার পরেই সিদ্ধান্ত নেবেন।
শেষ আটে মেসির খেলা নিয়ে সংশয়?
শুক্রবার ভারতীয় সময়ে সকাল সাড়ে ৬টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্তিনা। গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ম্যাচে চোটে পেয়েছিলেন মেসি। কোয়ার্টার ফাইনালের কথা মাথায় রেখেই তাঁকে পেরুর বিপক্ষে ম্যাচে বিশ্রামে দেওয়া হয়েছিল। মেসি না খেললেও, গ্রুপের শেষ ম্যাচে ২–০ গোলে জিতেছিল আর্জেন্তিনা। লাউতারো মার্তিনেজ জোড়া গোল করেছিলেন।
আরও পড়ুন: জর্জিয়াকে হারিয়ে শেষ আটে জার্মানির মুখোমুখি স্পেন, শুক্রতেই ছিটকে যাবে এক ফেভারিট টিম
কী বললেন স্কালোনি?
আর্জেন্তিনার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মেসি সম্ভবত এই ম্যাচে শুরু থেকেই খেলবেন। মঙ্গলবার থেকে মেসি দলের সঙ্গে পুরোদমে অনুশীলনও করেছেন। তবে স্কালোনি শেষ মুহূর্ত পর্যন্ত মেসির পূর্ণ সুস্থতার অপেক্ষা করবেন। স্কালোনি দাবি করেছেন, ‘আমি এখনও ওর চোট নিয়ে কোনও কথা বলিনি। আমার মনে হয়, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাই ভালো। অবশ্যই ম্যাচের আগের দিন অনুশীনের পর কথা বলব ওর (মেসি) সঙ্গে। ও যতটা সম্ভব অনুশীলনও করছে। ওর সঙ্গে কথা বলে, তার পর সিদ্ধান্ত নেব।’
পেরুর বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচে নির্বাসনের কারণে ডাগআউটে ছিলেন না আর্জেন্তিনার কোচ স্কালোনি। ইকুয়েডরের বিপক্ষে ডাগআউটে ফিরছেন তিনি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসির খেলার সম্ভাবনা ছাড়াও স্কালোনি অনেক কিছুই বলেছেন।
আর কী বললেন আর্জেন্তিনার কোচ?
জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজকে একসঙ্গে খেলানোর সুযোগ আছে কিনা, এই প্রশ্নের উত্তরে স্কালোনি বলেছেন, ‘দু'জনকে খেলানো হতেই পারে। বুধবার ট্রেনিং সেশনে আমরা এটা নিয়ে কথা বলব। ট্রেনিং সেশন শেষে এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। একসঙ্গে খেলানোর সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না।’
আরও পড়ুন: গোল বাতিল, বৃষ্টি-বজ্রপাতে খেলা বন্ধ, সব কিছু ছাপিয়ে ২-০ জিতে শেষ আটে জার্মানি, বিদায় নিল ডেনমার্ক
লাউতারো মার্তিনেজকে নিয়ে আলাদা ভাবেই তিনি দাবি করেছেন, ‘ও এবারের কোপায় দারুণ করছে। শুধু ভালো নয়, ও সুযোগের অপেক্ষা করেছে এবং সুযোগ পেয়ে, তা কাজে লাগিয়েছে। এটাই আমাকে সবচেয়ে খুশি করেছে।’
কোপা আমেরিকা শিরোপা ধরে রাখার সম্ভাবনা রয়েছে বলে বিশ্বাস করেন স্কালোনি। তবে অন্য দলগুলোর প্রতিও তাঁর শ্রদ্ধা রয়েছে। যে কারণে তিনি বসেছেন, ‘এটা খুবই উচ্চ পর্যায়ের একটা টুর্নামেন্ট। বেশ কয়েকটি দল এখানে ভালো করছে। যেমন ব্রাজিল–কলম্বিয়া ম্যাচটা খুব উপভোগ করেছি। উরুগুয়ে ভালো খেলছে। ব্রাজিল, আর্জেন্তিনা, উরুগুয়ের যে কেউ ফাইনালে গিয়ে কাপ জিততে পারে। এতে অবাক হওয়ার কিছু নেই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।