আইএসএলে মোহনবাগান দল দুরন্ত ফর্মে রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের শিল্ড জয়ের দিকে এক পা এক পা করে এগিয়ে চলেছে বাগান। যদিও সামনে এখনও অনেটা পথই বাকি রয়েছে সবুজ মেরুন শিবিরের। কারণ এফসি গোয়া, কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে সবুজ মেরুন শিবিরের।
৫ ম্যাচে ১২ পয়েন্ট টার্গেট মোহনবাগানের
মোহনবাগান সুপার জায়ান্টের পরের ম্যাচে প্রতিপক্ষ পঞ্জাব এফসি, তাঁরাও রয়েছে সুপার সিক্সের লড়াইয়ে। আর এই পঞ্জাবকেই গত বছরের শেষে তাঁদের ঘরের মাঠে গিয়েই হারিয়ে এসেছিল। এবার সল্টলেকে তাই পুরো তিন পয়েন্টই তুলে নিতে চাইবেন মোলিনা। কারণ গোয়ার থেকে চার পয়েন্টে এগিয়ে থাকলেও যদি বাগান পরের পাঁচ ম্যাচে চার পয়েন্টের বেশি নষ্ট করে তাহলে শিল্ড জয়ের সুযোগ পেয়ে যাবে গোয়া।
ফুটবলারদের পাশে সমর্থকরা-
সাম্প্রতিক সময় মোহনবাগান দল যেন অশ্বমেধের ঘোড়ার মতোই খেলছে। আইএসএল হোক বা অন্য প্রতিযোগিতা, মোহনবাগান বারবার নিজেদের সেরাটা দিয়েছে। লিগ শিল্ড গতবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি নকআউটের ফাইনালেও উঠেছিল তাঁরা। মোহনবাগান সমর্থকরাও ফুটবলারদের পাশে দাঁড়াচ্ছেন কঠিন পরিস্থিতিতেও।
হাসপাতালের বেডে শুয়ে মোহনবাগানের খেলায় নজর-
মোহনবাগান-ইস্টবেঙ্গল দলকে অনেক ভক্তই রয়েছেন যারা নিজেদের জীবনের মতোই ভালোবাসেন। আর তারই প্রমাণ মিলল শনিবার মোহনবাগান বনাম মহমেডানের ম্যাচে। মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হল, যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়েই মোহনবাগানের খেলা দেখছেন এক প্রবীণ সমর্থক।
শুভাশিসের দ্বিতীয় গোলটি দেখলেন সেই ভক্ত-
নিজের প্রিয় ক্লাবের প্রতি এই ভালোবাসাই আজও বাঙালির ফুটবলকে বাঁচিয়ে রেখেছে। শুভাশিসের বাঁপায়ের শটে নেওয়া দ্বিতীয় গোলটি দেখছিলেন সেই অসুস্থ ভদ্রলোক। হাতে স্যালাইন চলছে, নাকে রয়েছে অক্সিজেন সাপোর্টের যন্ত্র। তাঁরই মধ্যে নিজের প্রিয় দলের খেলার খোঁজখবর নিলেন সেই ভক্ত। সঞ্জীব গোয়েঙ্কা যে ঠিক জায়গাতেই বিনিয়োগ করেছেন, সেটা এই ছবি দেখেই স্পষ্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।