ফুটবলে মূল্যবোধের অভাব। এএফসি দেখিয়ে দিল দ্বিচারিতা কাকে বলে। একদিন আগেই মোহনবাগান সুপার জায়ান্টকে এএফসি প্রতিযোগিতা থেকে বাতিল করার কথা জানিয়েছে তাঁরা। ইরানের ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে ২রা অক্টোবরের ম্যাচ খেলতে না যাওয়ায়, মোহনবাগান এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ধরে নিয়ে তাঁদের বাতিল করে দেওয়া হয়।
এএফসি চ্যাম্পিয়নস লিগ ২তে খেলতে বলে এবারে মোহনবাগান তারকাখচিত দল গড়েছিল। ইরানে খেলতে যাওয়ার জন্য প্রায় ৫০ লক্ষ্য টাকা খরচা করে বিমানের টিকিট থেকে হোটেল বুকিং সবই করে রেখেছিল বাগান টিম ম্যানেজমেন্ট। কিন্তু ভারত সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যুদ্ধের পরিস্থিতিতে যেন কেউ ইরানে না যায়।
আরও পড়ুন-যত কাণ্ডে বিহারে! রঞ্জি শুরুর ২ আগেও তুমুল নাটক! অবশেষে আদালতের রায়ের পর দল ঘোষণা…
নিরাপত্তার কারণ দেখিয়ে মোহনবাগান এএফসির কাছে আবেদন করেছিল ম্যাচ যেন ইরান থেকে সরিয়ে দেওয়া হয় অথবা পিছিয়ে দেওয়া হয়। এরপরই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসেরও জানিয়েছিল ২২ অক্টোবর তাঁরা ইসতেঘাল এফসির বিরুদ্ধে ম্যাচে খেলতে ইরানে যাবেন না। শোনা যাচ্ছে ইরানের সেই ম্যাচের ভেনু বদল হবে। পাশাপাশি ট্র্যাক্টর এফসি বনাম রাভশান এফসির ম্যাচেরও ভেনু বদল হতে চলেছে।
এরই মধ্যে এএফসি ইরানের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য নিরপেক্ষে ভেনু বাছতে সময় দেওয়া হল সেদেশের ফুটবল সংস্থাকে। অর্থাৎ ১২ অক্টোবরে ইমাম রেজি স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও ইরানে সেই ম্যাচ হবে না। তাই হোম ম্যাচ হিসেবে নিউট্রাল ভেনু বেছে নেওয়ার জন্য এএফসির তরফে ইরানকে জানানো হয়েছে, আর এরপরই প্রশ্ন উঠছে। অন্যান্য দলও একই কারণে যুদ্ধের পরিস্থিতিতে সেদেশে খেলতে না গেলেও তাঁদের ছাড় দেওয়া হল, অথচ মোহনবাগানকে কেন অনৈতিকভাবে বাতিল করা হল।
আরও পড়ুন-রথ দেখা, কলা বেচা! দুর্গাপুজোর মণ্ডপেই KKR-র IPL ট্রফি দেখার সুযোগ পেলেন ভক্তরা…
মনে করা হচ্ছে ভারতীয় ফুটবল অনেকটাই জনপ্রিয়তা বা ক্রমতালিকায় পিছিয়ে রয়েছে এএফসির নিরিখে। সেই কারণেই সৌদির ক্লাব আল নাসের বলার সঙ্গে সঙ্গেই এএফসি নড়েচড়ে বসেছে। এছাড়াও গত বিশ্বকাপের আয়োজক কাতারকেও চটানোর সাহস দেখাতে পারেনি এএফসি, তাই তাঁদের কথা মতো ম্যাচ ইরানে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এএফসি। অথচ ভারতের বেলায়, তাঁদের সঙ্গে স্পোর্টিং স্পিরিট না দেখিয়ে মোহনবাগানকে বাতিল করা হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।