1 মিনিটে পড়ুন Updated: 30 Jun 2023, 10:31 AM ISTAbhisake Koley
ENG vs AUS The Ashes 2023: লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছাড়েন তারকা অজি স্পিনার নাথান লিয়ন।
চোট পাওয়ার পরে নাথান লিয়ন। ছবি- রয়টার্স।
বার্মিংহ্যাম টেস্টের দুই ইনিংসেই ৪টি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন নাথান লিয়ন। স্বাভাবিকভাবেই লর্ডস টেস্টেও তাঁকে ঘিরে যাবতীয় গেমপ্ল্যান ছিল অজিদের। তবে দুর্ভাগ্যজনকভাবে ম্যাচের দ্বিতীয় দিনে চোট পেয়ে মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার।
ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৩৭তম ওভারে ফিল্ডিং করার সময় পায়ে চোট পান লিয়ন। তাঁকে রীতিমতো যন্ত্রণাকাতর দেখায়। ফিজিওর সঙ্গে মাঠ ছাড়ার পরে আর খেলতে নামেননি তিনি। লিয়ন এই ম্যাচে সাকুল্যে ১৩ ওভার বল করে ১টি মেডেন-সহ ৩৫ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। তিনি সাজঘরে ফেরান ব্রিটিশ ওপেনার জ্যাক ক্রলিকে।
সঙ্গত কারণেই লিয়নের চোট নিয়ে আশঙ্কার চোরা স্রোত বইছে অজি শিবিরে। চোট কতটা গুরুতর, তিনি পুনরায় লর্ডস টেস্টে মাঠে নামতে পারবেন কিনা, সে বিষয়ে চর্চা চলছে বিস্তর। অজি ক্রিকেট বের্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে লিয়নের চোট নিয়ে প্রাথমিক আপডেট দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে, তাঁর ডান পায়ের কাফ মাসলে চোট লেগেছে। সেই সঙ্গে এও জানানো হয় যে, দিনের শেষে নাথানের চোটের গুরুত্ব খতিয়ে দেখা হবে। যদিও পরবর্তি সময়ে নতুন করে কোনও খবর জানানো হয়নি।
দ্বিতীয় দিনের খেলার শেষে স্টিভ স্মিথ অবশ্য আশঙ্কার কথা শুনিয়ে যান সমর্থকদের। তিনি স্পষ্ট স্বীকার করে নেন যে, লিয়নের চোট ভালো মনে হচ্ছে না। স্মিথ বলেন, ‘আমি এখনও সাজঘরে যাইনি। তবে লিয়নের চোট ভালো মনে হচ্ছে না। বাকি ম্যাচের জন্য এটা মোটেও ভালো খবর নয়। আমি সঠিকভাবে বলতে পারব না ও কেমন অবস্থায় রয়েছে। তবে যদি ও মাঠে নামতে না পারে, সেটা আমাদের জন্য বড় ক্ষতি হবে নিশ্চিত।’
উল্লেখ্য, নাথান লিয়নের কাছে লর্ডস টেস্টটি মাইলস্টোনসূচক হিসেবে বিবেচিত হচ্ছে। কেননা বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার তথা প্রথম বোলার হিসেবে একটানা ১০০ টেস্ট খেলার কৃতিত্ব অর্জন করেন তিনি। লিয়ন মাঠে নামতে না পারলে স্মিথের আশঙ্কা সত্যি প্রমাণিত হতে পারে। তারকা স্পিনারের না থাকা দু'দলের পারফর্ম্যান্সে তফাৎ গড়ে দিতে পারে।
তাছাড়া শুধু বল হাতেই নয়, বরং ব্যাট হাতেও অস্ট্রেলিয়ার পারফর্ম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রাখেন লিয়ন। বার্মিংহ্যাম টেস্টে প্যাট কামিন্সের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়াকে জয়ের লক্ষ্যে পৌঁছে যেতে সাহায্য করেন লিয়ন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।