আর জি কর কাণ্ডের প্রতিবাদে মেয়েদের রাত দখল কর্মসূচির কিছুদিন পরই শহরে ছিল ডার্বি। আরজি কর কাণ্ডের প্রতিবাদের আবহে আর সেই ডার্বি ম্যাচ বাতিলের জেরে ক্ষোভে ফেটে পড়েছিলেন ইস্টবেঙ্গল মোহন বাগান সমর্থকরা। ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগানে, সেদিনের ময়দানি ঐক্যে ভেসে গিয়েছিলেন বাংলার আট থেকে আশি। আর জি কর কাণ্ডের প্রতিবাদের সেই রেশ ডুরান্ড ফাইনালেও রয়ে গেল। শনিবার সন্ধ্যায় যুবভারতীর গ্যালারিতে প্রকাণ্ড টিফো দিয়ে ফের একবার ফুলবলপ্রেমীরা জানান দিলেন ‘জাস্টিস ফর আরজি কর’ এর দাবিতে তাঁরা আজও একই জায়গায়!
প্রতিবাদের আগুনের আঁচ যে এক চুলও নেভেনি, তা প্রমাণ করে দিল শনিবারের যুবভারতী। ম্যাচ ছিল মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেডের। সেখানে গ্যালারিতে লেখা ছিল বিশাল ব্যানারে,'তোর ভয় নেই বোন, আমরা প্রতিবাদ করতে জানি।' এখানেই শেষ নয়, প্রকাণ্ড টিফোতে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচির পোস্টারের ছবি লাগানো ছিল। গ্যালারি থেকে ক্রমাগত স্লোগান। গোটা যুবভারতী এদিন মুখরিত ছিল, 'উই ওয়ান্ট জাস্টিস', 'জাস্টিস ফর আর জি কর' স্লোগানে। ময়দানি এই প্রতিবাদে আজকের কলকাতা ফের জানান দিল, ডার্বি বাতিলের দিনের সেই রেশ আজও ধরে রেখেছেন সমর্থকরা। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে সেমিফাইনালে যে ব্যানার নিয়ে মোহনবাগান সমর্থকেরা হাজির হয়েছিলেন, সেই ব্যানারও দেখা গেল শনিবার। সেখানে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই শিবিরের মহিলা সমর্থকের ছবি। আর সেখানে লেখা, ‘হাতে হাত রেখে এ লড়াই, আমাদের বোনের বিচার চাই।’
(HS 2024 rule: স্লোগান লিখলে পরীক্ষা বাতিল, আরজি কর আবহে উচ্চমাধ্যমিক নিয়ে কড়া নিয়ম সংসদের)
এদিকে, শনিবারের ম্যাচের ফল, মোহনবাগান-২, নর্থ ইস্ট ইউনাইটেড-২। টাইব্রেকারে ৪-৩ গোলে জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড। নর্থইস্ট ইউনাইটেডের কাছে টাইব্রেকারে হেরে শেষমেশ হাতছাড়া হয়েছে মোহনবাগানের ডুরান্ডকাপ। নির্ধারিত সময়ে খেলা ২-২ থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড। ক্লাব হেরে গেলেও, প্রতিবাদের রেশ ধরে রাখতে এক পা পিছু হটেননি মোহনবাগান সমর্থকরা। এদিকে, আজ গোটা ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেন নর্থইস্টের কর্ণধার তথা অভিনেতা জন আব্রাহাম। এই প্রথম সর্বভারতীয় ট্রফির স্বাদ পেল তাঁর দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।