প্রতিদ্বন্দ্বী কেউ নেই, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মীরাবাই চানুর লড়াই ছিল নিজের সঙ্গে। সেই লড়াইয়ে চূড়ান্ত সফল ভারতীয় তারকা। বাকিদের ধরাছোঁয়ার বাইরে থেকে মেয়েদের ভারোত্তলনের ৪৯ কেজি বিভাগে সোনা জেতেন চানু। গড়ে ফেলেন নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড।
গোটা ইভেন্টে কার্যত বাকিদের লড়াই ছিল রুপো ও ব্রোঞ্জের জন্য। মনে হচ্ছিল বুঝি সোনার পদক তুলে রাখা হয়েছে মীরাবাইয়ের জন্য। চানু ‘এলেন, দেখলেন, জয় করলেন’-এর ঢংয়ে একেবারে শেষে এন্ট্রি নেন এবং গোল্ড মেডেল গলায় ঝুলিয়ে চলে যান।
আরও পড়ুন:- রেকর্ড গড়ে সোনা জিতলেন মীরাবাই, কমনওয়েলথ গেমসে ভারতের প্রত্যাশা পূরণ চানুর
স্ন্যাচে মীরাবাই ৮৮ কেজি ভার তুলে কমনওেলথ গেমস রেকর্ড গড়েন। ক্লিন অ্যান্ড জার্কে ১১৩ কেজি ভার তুলে কমনওয়েলথ গেমস রেকর্ড গড়েন। সুতরাং, সার্বিকভাবে ২০১ কোজি ভার তুলেও কমনওয়েলথ গেমস রেকর্ড গড়েন তিনি। স্ন্যাচে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ১২ কেজি ব্যবধানে এগিয়ে থাকেন চানু। ক্লিন অ্যান্ড জার্কের পরে রুপোজয়ী তারকার থেকে ২৯ কেজি ব্যবধান তৈরি করেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।