বাংলা নিউজ > ময়দান > CWG 2022 Day 2: চানুর সোনা-সহ দ্বিতীয় দিনে ভারোত্তলন থেকে চারটি পদক জিতল ভারত
CWG 2022 Day 2: চানুর সোনা-সহ দ্বিতীয় দিনে ভারোত্তলন থেকে চারটি পদক জিতল ভারত
6 মিনিটে পড়ুন Updated: 31 Jul 2022, 01:04 AM ISTTania Roy
দ্বিতীয় দিনে ভারতের নজর ছিল ভারোত্তোলক মীরাবাই চানুর দিকে। মহিলাদের ৫৫ কেজি বিভাগে তিনি গোল্ড মেডেল জেতেন। এছাড়া ভারোত্তলনেই রুপো জেতেন সঙ্কেত সরগর এবং ব্রোঞ্জ জেতেন গুরুরাজা পূজারি। দ্বিতীয় দিনের শেষের দিকে ভারতকে রুপো অনে দেন বিন্দিয়ারানি দেবী। রুপো জেতেন বিন্দিয়া।
ওয়েলসকে হারাল ভারত। ছবি- পিটিআই
গেমসের দ্বিতীয় দিনে অন্যান্য মূল ফলাফল:
বক্সিং: লভলিনা বোরগোঁহাই সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে অ্যারাইন নিকলসনকে পরাজিত করেছেন।
ব্যাডমিন্টন: গ্রুপ এ মিশ্র দলের ইভেন্টে ভারত শ্রীলঙ্কাকে ৫-০ এবং অস্ট্রেলিয়াকে ৪-১ হারিয়েছে।
হকি: ভারতের মহিলারা ওয়েলসকে ৩-১ গোলে হারিয়েছে।
টেবিল টেনিস: ভারতীয় মহিলা টেবিল টেনিস কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে ২-৩ হারে।
স্কোয়াশ: পুরুষদের একক রাউন্ড অফ ৩২ ইভেন্টে শ্রীলঙ্কার শামিল ওয়াকিলকে ৩-০ গোলে হারিয়েছেন সৌরভ ঘোষাল। বার্বাডোজের মেগান সেরাকে ৩-০ পরাজিত করেছেন জোশনা চিনপ্পা। তবে ১৪ বছরের আনাহাত সিং মহিলাদের একক রাউন্ড অফ ৩২-এ ১-৩ হেরেছেন।
31 Jul 2022, 01:04 AM IST
হকিতে ওয়েলসকে হারাল ভারত
মেয়েদের হকির দ্বিতীয় পুল ম্যাচে ওয়েলসকে ৩-১ গোলে পরাজিত করে ভারত। হাফ-টাইমে ভারত ২-০ গোলে এগিয়ে ছিল। এর আগে শুক্রবার প্রথম ম্যাচে ভারত ৫-০ গোলে হারিয়ে দেয় ঘানাকে।
31 Jul 2022, 12:47 AM IST
দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন অনাহত
স্কোয়াশের দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন ১৪ বছরের অনাহত সিং। বার্মিংহ্যামে ভারতের সব থেকে কম বয়সী তারকা ৭-১১, ৭-১১, ১১-৪, ৬-১১ ব্যবধানে হার মানেন বিশ্বের ১৯ নম্বর এমিলির কাছে।
31 Jul 2022, 12:23 AM IST
কোয়ার্টার ফাইনালে লভলিনা
মেয়েদের বক্সিংয়ের ৭০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠলেন লভলিনা বড়গোহাঁই। তিনি ৫-০ ব্যবধানে পরাজিত করেন নিউজিল্যান্ডের আরিয়ান নিকোলসনকে।
31 Jul 2022, 12:12 AM IST
হকিতে ২-০ এগিয়ে ভারত
ওয়েলসের বিরুদ্ধে মেয়েদের হকির দ্বিতীয় পুল ম্যাচের হাফ-টাইমে ২-০ গোলে এগিয়ে ভারত। ভারত ২টি গোলই করে পেনাল্টি কর্নার থেকে।
31 Jul 2022, 12:03 AM IST
টেবিল টেনিসে স্বপ্নভঙ্গ ভারতের
টেবিল টেনিসে মেয়েদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন ভারত। মালয়েশিয়ার কাছে ২-৩ ব্যবধানে হেরে যায় ভারত। ডাবলসে রীথ ও শ্রীজা জুটি হেরে যান। প্রথম সিঙ্গলসে জেতেন মনিকা। দ্বিতীয় সিঙ্গলসে জেতেন শ্রীজা। ফিরতি সিঙ্গলসে হারেন মনিকা বাত্রা। নির্ণায়ক সিঙ্গলসে হেরে যান রীথ।
30 Jul 2022, 11:37 PM IST
চানুকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
মেয়েদের ভারোত্তলনের ৪৯ কেজি বিভাগে সোনা জয়ের পরে সোশ্যাল মিডিয়ায় মীরাবাই চানুকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন বার্তা আসছে দেশের সর্বস্তর থেকেই। চানু তাঁর পদক উৎসর্গ করেন কোচ ও পরিবারকে।
30 Jul 2022, 10:18 PM IST
সোনা জিতলেন চানু
ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রচেষ্টায় মীরাবাই ১০৯ কেজি ভার তুলে সোনার পদক নিশ্চিত করেন। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ১১৩ কেজি ভার তোলেন। তৃতীয় প্রচেষ্টায় ১১৫ কোজি ভার তুলতে ব্যর্থ হন চানু। তবে সব স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০১ কেজি ভার তুলে গোল্ড মেডেল জেতেন মীরাবাই।
30 Jul 2022, 09:04 PM IST
স্ন্যাচে মীরাবাঈয়ের পারফর্ম্যান্স
স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় মীরাবাই ৮৪ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় ৮৮ কেজি ভার তোলেন চানু। তৃতীয় প্রচেষ্টায় ৯০ কেজি তুলতে ব্যর্থ হন তিনি। সুতরাং চলতি ইভেন্টের স্ন্যাচে তাঁর সেরা পারফর্ম্যান্স ৮৮ কেজি, যা নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড। দ্বিতীয় স্থানে থাকা ভারোত্তলকের থেকে ১২ কেজির ব্যবধান তৈরি করেন চানু।
30 Jul 2022, 08:22 PM IST
মীরাবাইয়ের ইভেন্ট শুরু
মেয়েদের ভারোত্তলনের ৪৯ কেজি বিভাগের লড়াই শুরু। এই ইভেন্টে ভারতের পদক সম্ভাবনা হলেন মীরাবাই চানু।
ছেলেদের টেবিল টেনিসের শেষ গ্রুপ ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে পরাজিত করল ভারত। তারা ৩ ম্যাচের ৩টিতেই জিতে গ্রুপের শীর্ষস্থান দখল করে।
30 Jul 2022, 06:57 PM IST
প্রি-কোয়ার্টারে চিনাপ্পা
স্কোয়াশের দ্বিতীয় রাউন্ডে ৩-০ ম্যাচ জিতে প্রি-কোয়ার্টারে প্রবেশ করেন জ্যোৎস্না চিনাপ্পা। তিনি প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডে হেরে গিয়েছেন সুনয়না কুরুভিল্লা।
30 Jul 2022, 06:21 PM IST
ভারোত্তোলন- ব্রোঞ্জ গুরুরাজার
দ্বিতীয় পদক পেল ভারত। ৬১ কেজি বিভাগে গুরুরাজা পূজারি বার্মিংহ্যামে ভারতের দ্বিতীয় পদক ব্রোঞ্জ জিতেছেন। গুরুরাজা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন কানাডার ইউরি সিমার্ডের সঙ্গে। কিন্তু ভারতীয় তারকা ২৬৯ কেজি সহ ক্লিং অ্যান্ড জার্কে তৃতীয় প্রয়াসে ১৫১ কেজি ওজন তুলেছিলেন। সিমার্ডের চেয়ে এক কিলো বেশি।
30 Jul 2022, 05:54 PM IST
বক্সিং: জিতলেন মহম্মদ হুসামুদ্দিন
ভারতীয় বক্সার মহম্মদ হুসামুদ্দিন পুরুষদের ফেদারওয়েট (54-57 কেজি) বিভাগে দক্ষিণ আফ্রিকার অ্যামজোলেলে দিয়েয়িকে পরাজিত করে রাউন্ড ১৬-তে উঠলেন। তিন রাউন্ডেই সহজে জিতে নিয়েছেন হুসামুদ্দিন। গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমস ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।
30 Jul 2022, 05:53 PM IST
টেবল টেনিস: পুরুষদের টিটি ম্যাচ শুরু
পুরুষদের টেবল টেনিস ম্যাচে নর্দান আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতকে এগিয়ে দিলেন শরথ কমল ও হরমীত দেশাই জুটি। ম্যাচের ফল ভারতের পক্ষে ১১-৩, ৯-১১, ১১-৬, ১১-১।
30 Jul 2022, 05:50 PM IST
হকি- নভজ্যোত কাউর করোনা পজিটিভ
প্রথম ম্যাচে জয়ের পরই বড় ধাক্কা খেল ভারতীয় হকি দল। তাদের মিডফিল্ডার নভজ্যোত কাউর করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর তিনি দেশে ফিরে আসছেন।
30 Jul 2022, 05:28 PM IST
ভারোত্তলন:
পুরুষদের ৬১ কেজি বিভাগে ভারোত্তোলনে স্ন্যাচে প্রথম প্রয়াসে ১১৫ কেজি তুলেছেন গোল্ড কোস্ট কমনওয়েলথে রুপোজয়ী গুরুরাজা পূজারি। আর দ্বিতীয় প্রয়াসে ১১৮ কেজি তুলেছেন তিনি। এ দিকে তৃতীয় প্রয়াসে ১২০ কেজি তুলেতে পারলেন না গুরুরাজা পূজারি। ফলে স্ন্যাচে তাঁর সেরা পারফরম্যান্স ১১৮ কেজি।
30 Jul 2022, 05:24 PM IST
ব্যাডমিন্টন: শ্রীলঙ্কাকে ৫-০ হারাল ভারত
মিক্সড টিম ইভেন্টে শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হারিয়েছে ভারতের শাটলাররা। গায়ত্রী গোপীচাঁদ এবং ট্রিসা জলি শ্রীলঙ্কার ভিদারা বিদানেজ এবং থিলিনি হেনদাওয়েহাকে ২১-১৮, ২১-৬-এ এ হারিয়েছেন। সেই সঙ্গে ৫-০ জয় ছিনিয়ে নিয়েছে ভারত।
30 Jul 2022, 04:44 PM IST
ভারোত্তোলন- এ বার গুরুরাজা পূজারির দিকে ভারতের নজর
সঙ্কেতের রুপোর পর, গুরুরাজা পূজারির দিকে ভারতের নজর থাকবে। তিনি পুরুষদের ভারোত্তোলনে ৬১ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। ২০১৮ কমনওয়েলথ গেমসে পুরুষদের ৫৬ কেজি বিভাগে রুপো জিতেছিলেন এই ভারতীয় ভারোত্তলক।
30 Jul 2022, 04:12 PM IST
ব্যাডমিন্টন- স্ট্রেট গেম জিতল ভারত
স্ট্রেট গেমে জয় পেল ভারত! সুমিত রেড্ডি এবং চিরাগ শেট্টি শ্রীলঙ্কার সচিন ডায়াস এবং ডুমিন্ডু আবেবিক্রমাকে ২১-১০, ২১-১৩-তে উড়িয়ে দিয়েছেন। এখন ভারত ৪, আর শ্রীলঙ্কা ০।
30 Jul 2022, 03:59 PM IST
ভারোত্তোলন - দেশকে প্রথম পদক এনে দিলেন সঙ্কেত
পুরুষদের ৫৫ কেজি বিভাগের স্ন্যাচে সর্বোচ্চ ১১৩ কেজি ভার তোলেন সঙ্কেত মহাদেব। ক্লিন অ্যান্ড জার্কে তিনি ১৩৫ কেজি ভার তোলেন। সব মিলিয়ে ২৪৮ কোজি ভার তুলে রুপো জেতেন সঙ্কেত। চোটের জন্য সোনা জেতা হয়নি ভারতীয় ভারোত্তলকের। সেই সুযোগে ক্লিন অ্যান্ড জার্কে গেমস রেকর্ড গড়ে সঙ্কেতের কাছ থেকে গোল্ড মেডেল ছিনিয়ে নেন মালয়েশিয়ার মহম্মদ অনিক।
30 Jul 2022, 03:49 PM IST
ভারোত্তোলন - সঙ্কেত সরগার দ্বিতীয় প্রচেষ্টায় ব্যর্থ হন
ভারতের সঙ্কেত মহাদেব সরগর ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডে তাঁর দ্বিতীয় প্রচেষ্টায় ১৩৮ কেজি উত্তোলনের চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি উল্টে চোট পে নিঃসন্দেহে পদক জয়ের ক্ষেত্রে এটা বড় ধাক্কা হয়ে গেল। তৃতীয় লিফটে তিনি ফের লড়াইয়ে দুরন্ত ভাবে ফিরবেন, এটা কার্যত অসম্ভব। সঙ্কেত ব্যর্থ হয়ে মালয়েশিয়ার বিন কাসদান মহম্মদ আনিককে সোনা জয়ের সুযোগ করে দেন।
30 Jul 2022, 03:45 PM IST
ব্যাডমিন্টন: আকর্ষির সহজ জয়
আকার্ষি কাশ্যপ শ্রীলঙ্কার সুহাসিনী বিদানেজের বিরুদ্ধে ২১-৩, ২১-৯ জিতেছেন। সেই সঙ্গে ৩-০ করে ফেলল ভারত।
30 Jul 2022, 03:41 PM IST
ভারোত্তোলন- সোনা জয়ের জায়গায় সঙ্কেত
স্বর্ণের অবস্থানে রয়েছেন সঙ্কেত সরগর। নিঃসন্দেহে ভারতীয় ক্রীড়াজগতে এটি বড় ঘটনা! ভারতের সঙ্কেত মহাদেব সরগর ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডে সফল ভাবে ১৩৫ কেজি ওজন তুলে সোনার পদে টিকে রয়েছে।
30 Jul 2022, 03:38 PM IST
টেবল টেনিস: গায়ানাকে হারাল ভারত
টেবিল টেনিস দলগত ইভেন্টে গায়ানাকে হারাল ভারত। চেলসি এডঘিলের বিরুদ্ধে ১১-৭, ১৪-১২, ১৩-১১ গেমে হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছেন জিতেছেন রিথ। মানিকা বাত্রার নেতৃত্বাধীন ভারত ৩-০ গায়ানাকে হারিয়ে গ্রুপ দুইয়ের শীর্ষে রয়েছে মহিলা দলের ইভেন্টে।
30 Jul 2022, 03:20 PM IST
ভারোত্তলন: সোনার লক্ষ্যে সঙ্কেত
পুরুষদের ৫৫ কেজি বিভাগের ভারোত্তলনে ভারতের সঙ্কেত পুরুষদের ৫৫ কেজি বিভাগে স্ন্যাচে ১১৩ কেজি তুললেন।
30 Jul 2022, 03:03 PM IST
ব্যাডমিন্টন- লক্ষ্য সেন জয়ী
ভারতের লক্ষ্য সেন তাঁর শ্রীলঙ্কার প্রতিপক্ষের বিরুদ্ধে ২১-১৮, ২১-৫-এ জিতে ভারতকে ২-০ এগিয়ে দিয়েছেন। মিক্সড ডাবলসের গ্রুপ ‘এ’ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত এখন ২-০ এগিয়ে।
30 Jul 2022, 02:59 PM IST
টেবিল টেনিস- মানিকা বাত্রার সহজ জয়
ভারতের তারকা প্যাডলার মানিকা বাত্রা টেবিল টেনিসে মহিলা দলের ইভেন্টে থুরিয়া থমাসকে একেবারে খড়কুটোর মতো উড়িয়ে দিলেন। খেলার ফল ১১-১, ১১-৩, ১১-৩। গায়ানার বিরুদ্ধে ভারত ২-০ এগিয়ে গেল।
30 Jul 2022, 02:48 PM IST
ভারোত্তোলন- সোনার জন্য লড়বেন সঙ্কেত সরগর
ভারতের সঙ্কেত মহাদেব সরগর তাঁর দ্বিতীয় প্রচেষ্টায় সফল ভাবে ১১১ কেজি তুলেছেন। মালয়েশিয়ার বিন কাসদান মহম্মদ আনিক তাঁর দ্বিতীয় প্রচেষ্টায় একই ওজন তুলতে ব্যর্থ হন। এ বার সোনার জন্য লড়বেন সঙ্কেত সরগর। চূড়ান্ত প্রচেষ্টায় ১১২ কেজি তুলতে চেষ্টা করবেন সঙ্কেত।
30 Jul 2022, 02:32 PM IST
টেবল টেনিস- ১-০ এগোল ভারত
ভারতীয় জুটি দ্বিতীয় দিনের শুরুটা ভালো করল! শ্রীজা আকুলা-রিথ টেনিসন প্রথম ম্যাচে খুব সহজ ডয় ছিনিয়ে নেন! তাঁরা গায়ানার নাটালি কামিংস এবং চেলসি এডঘিলকে হারান। ফাইনাল স্কোর- ১১-৫, ১১-৭, ১১-৭
১-০ এগিয়ে গেল ভারত।
30 Jul 2022, 01:31 PM IST
ভারতের দ্বিতীয় দিনের সূচি
লন বোলস (দুপুর ১টা)-পুরুষদের ট্রিপলে ভারত, মহিলা সিঙ্গল বিভাগে তানিয়া চৌধুরী
অ্যাথলেটিক্স (১ট ৩০ মিনিট)-পুরুষদের ম্যারাথন ফাইনালে নীতেন্দ্র সিং রাওয়াত
ব্যাডমিন্টন (১টা ৩০ মিনিট)-শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের মিক্সড দলের গ্রুপ এ টাই
ভারোত্তোলন (১টা ৩০ মিনিট): ভারোত্তোলন - পুরুষদের ৫৫ বিভাগে সংকেত মহাদেব সরগর, পুরুষদের ৬১ কেজি বিভাগে গুরুরাজা
টেবিল টেনিস (দুপুর ২টো): টেবিল টেনিস মহিলা দলের গ্রুপ ২ এ ভারত বনাম গায়ানা। ভারতের পুরুষ দল বনাম উত্তর আয়ারল্যান্ড
সাইক্লিং (২টো ৩০ মিনিট): সাইক্লিং-ময়ূরী লুটে এবং ত্রিয়শি পল মহিলাদের স্প্রিন্ট যোগ্যতা অর্জন। মহিলাদের ৩০০০ মিটারে মীনাক্ষী - পুরুষদের ৪০০০ মিটারে বিশ্বজিৎ সিং এবং দীনেশ কুমার
সাঁতার (৩টে)-২০০ মিটার ফ্রিস্টাইল হিট ৩-এ কুশাগ্রা রাওয়াত
বক্সিং (৪টে ৩০ মিনিট)-৫৪-৫৭ কেজি ওজন বিভাগে ভারতের হুসানমুদ্দিন মহম্মদ বনাম দক্ষিণ আফ্রিকার আমজোলি
স্কোয়াশ (৪টে ৩০ মিনিট)-পুরুষদের সিঙ্গল রাউন্ড অফ ৩২-এ রমিত ট্যান্ডন এবং সৌরভ ঘোষাল। মহিলাদের সিঙ্গল রাউন্ড অফ ৩২-এ জোশনা চিনপ্পা এবং সুনয়না সারা কুরুভিলা৷
ভারোত্তোলন (টাইমিংস টিবিডি)-মহিলাদের ৫৫ কেজি বিভাগে সাইখোম মীরাবাই চানু
সাইকেল (রাত ৮টা ৩০ মিনিট)-পুরুষদের কেইরিনে প্রথম রাউন্ডে এসো অ্যালবেন
টেবিল টেনিস (রাত ৮টা ৩০ মিনিট)-পুরুষদের টেবিল টেনিস কোয়ার্টার ফাইনালে ভারত বনাম নর্দান আইসল্যান্ড
জিমন্যাস্টিকস (রাত ৯টা)-মহিলা দলের ফাইনালে প্রণতি নায়ক, রুতুজা নটরাজ এবং প্রতিষ্টা সামন্ত
ব্যাডমিন্টন (রাত ১১টা ৩০ মিনিট)- মিক্সড টিম এ গ্রুপে ভারত বনাম অস্ট্রেলিয়া টাই
হকি (রাত ১১টা ৩০ মিনিট)-মহিলাদের পুল এ-তে ভারত বনাম ওয়েলস
বক্সিং (রাত ১টা ১৫ মিনিট)- ৯২ কেজি বিভাগে রাউন্ড ১-এ সঞ্জিত বনাম পিএফ অ্যাটো লিউ
30 Jul 2022, 01:31 PM IST
ভারতের প্রথম দিনের সংক্ষিপ্ত ফল
গতকাল ২৯ জুলাই থেকে শুরু হয়েছে কমনওয়েলথ গেমস। প্রথম দিনটি ভারতীয় দলের জন্য বেশ ভালই গিয়েছে। পিভি সিন্ধু এবং কিদাম্বি শ্রীকান্তের দৌলতে ভারতীয় ব্যাডমিন্টন দল পাকিস্তানের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয়ী হয়েছে। যদিও মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতের মহিলা ক্রিকেট দলকে। বক্সিংয়ে শিব থাপা পাকিস্তানের সুলেমান বালুচের বিরুদ্ধে খুব সহজেই জয় পেয়েছেন। ভারতীয় মহিলা হকি দল ঘানাকে উড়িয়ে দিয়েছে। ১৪ বছর বয়সি স্কোয়াশ খেলোয়াড় আনাহাত সিং মহিলা সিঙ্গলসে জয় পেয়েছেন। ভারতের মহিলা টেবিল টেনিস দলও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয়লাভ করেছে।