ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের হাইয়েস্ট পেড অ্যাথলিট অর্থাৎ সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত ক্রীড়াবিদদের মধ্যে লিওনেল মেসি, নেইমার, এমবাপেদের পিছে ফেলে দিয়েছেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ ফুটবলার। শুধু ফুটবলাররা নন, এক্ষেত্রে রোনাল্ডোর পিছনে রয়েছেন বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমসও। প্রথম দশে নেই বিরাট
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি- রয়টার্স
বিশ্বফুটবলে এখনও তিনি চর্চায়। তিনি ৩৯ বছর বয়সী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত কয়েক বছর আগেই ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়ে খেলতে এসেছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। ইউরোপিয়ান ফুটবল থেকে সৌদিতে আসার সিদ্ধান্ত রোনাল্ডোর সঠিক ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। এরই মধ্যে সময়টা বেশ খারাপ গেছে সিআরসেভেনের। বিশ্বকাপের মঞ্চ ছাড়তে হয়েছিল চোখের জলে। দলের হার কার্যত রিজার্ভ বেঞ্চে বসে দেখতে হয়েছিল সিআরসেভেনকে। যখন মরক্কোর বিপক্ষে তাঁকে মাঠে নামান ফার্নান্দো স্যান্তোস, ততক্ষণে ম্যাচের ভবিষ্যৎ প্রায় ঠিক হয়ে গেছিল। ম্যান ইউতে এরিক টেন হ্যাগের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির জেরে দল ছেড়ে ছিলেন সিআরসেভেন। যদিও পরিসংখ্যান বলছে, তিনি দল ছাড়ার পর তাঁর খুব বেশি ক্ষতি হয়নি। বরং পরবর্তী সময় প্রমাণ হয়েছে কোচরাই ব্যর্থ। এরই মধ্যে প্রকাশ্যে এল ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের সবথেকে দামি ক্রীড়াবিদের নাম, আর সেই তালিকায় শীর্ষেই রয়েছেন পর্তুগিজ সুপারস্টার। প্রথম দশে অবশ্য জায়গা পাননি বিরাট কোহলি।
করিম বেঞ্জিমার পিছনে রয়েছেন বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি, তিনি বছরে ১০২ মিলিয়ন ডলার আয় করেন। ফোর্বসের তালিকায় এর পরে রয়েছেন লেমার জ্যাকসন, তাঁর আয় বার্ষিক ১০০.৫ মিলিয়ন ডলার। ফোর্বসের এই তালিকা থেকেই স্পষ্টই বিশ্বের সেরা লিগের গ্ল্যামার ছেড়ে সৌদি আরবে এলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তেমন কোনও ক্ষতি হয়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।