লিগের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হার ফর্চুন বরিশালের। যদিও শাকিব আল হাসানরা আগেই চলতি বাংলাদেশ প্রিমিয়র লিগের প্লে-অফের টিকিট নিশ্চিত করেছিলেন।
অন্যদিকে নিজেদের শেষ লিগ ম্যাচে বড় জয়ে লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে তারা সরাসরি কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করে।
সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা, উভয় দলের পয়েন্ট সংখ্যা সমান হলেও নেট রান-রেটের নিরিখে সিলেট স্ট্রাইকার্স লিগ টেবিলের এক নম্বরে থাকে। দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় মহম্মদ রিজওয়ান-লিটন দাসদের কুমিল্লা। রংপুর রাইডার্স তৃতীয় ও বরিশাল চতুর্থ স্থানে জায়গা করে নেয়। ফলে এলিমিনেটরে মাঠে নামবে রংপুর ও বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সিলেট ও কুমিল্লা।
আরও পড়ুন:- ব্যাট হাতে তাণ্ডব চালিয়েও ট্র্যাজিক হিরো পোলার্ড, MI-কে ছিটকে দিয়ে ILT20-র ফাইনালে জায়ান্টস
বিপিএল ২০২৩-এর চূড়ান্ত পয়েন্ট টেবিল:-
ক্রমিক নং | দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নেট রান-রেট |
---|
১ | সিলেট স্ট্রাইকার্স | ১২ | ৯ | ৩ | ১৮ | +০.৭৩৭ |
২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ১২ | ৯ | ৩ | ১৮ | +০.৭২৩ |
৩ | রংপুর রাইডার্স | ১২ | ৮ | ৪ | ১৬ | +০.১৬৫ |
৪ | ফর্চুন বরিশাল | ১২ | ৭ | ৫ | ১৪ | +০.৫৪২ |
৫ | খুলনা টাইগার্স | ১২ | ৩ | ৯ | ৬ | -০.৫৩৪ |
৬ | ঢাকা ডমিনেটর্স | ১২ | ৩ | ৯ | ৬ | -০.৭৭৬ |
৭ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | ১২ | ৩ | ৯ | ৬ | -০.৮৭২ |
বিপিএল ২০২৩-এর প্লে-অফের সূচি:-এলিমিনেটর: রংপুর রাইডার্স বনাম ফর্চুন বরিশাল (১২ ফেব্রুয়ারি)।
প্রথম কোয়ালিফায়ার: সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স (১২ ফেব্রুয়ারি)।
দ্বিতীয় কোয়ালিফায়ার: এলিমিনেটরের জয়ী দল বনাম প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল (১৪ ফেব্রুয়ারি)।
ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল (১৬ ফেব্রুয়ারি)
আরও পড়ুন:- Women's T20 WC: বিশ্বকাপের শুরুতেই ‘অঘটন’, আতাপাত্তুর রেকর্ড ইনিংসে অপ্রত্যাশিত হার আয়োজক দক্ষিণ আফ্রিকার
বরিশাল বনাম খুলনা ম্যাচের ফলাফল:-শুরুতে ব্যাট করে বরিশাল ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৯ রান তোলে। ডোয়েন প্রিটোরিয়াস ৪৮ ও শাকিব আল হাসান ২২ রান করেন। ৪টি উইকেট নেন মহম্মদ সইফউদ্দিন। পালটা ব্যাট করতে নেমে খুলনা ১৯.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭২ রান তুলে ম্যাচ জিতে যায়। মাহমুদুল হাসান জয় ৬৪ রান করেন।
কুমিল্লা বনাম রংপুর ম্যাচের ফলাফল:-প্রথমে ব্যাট করে কুমিল্লা ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৭ রান তোলে। লিটন দাস ৪৭, খুশদিল শাহ ৪০ ও মহম্মদ রিজওয়ান ২৪ রান করেন। ২টি উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই। জবাবে ব্যাট করতে নেমে রংপুর ১৭ ওভারে ১০৭ রানে অল-আউট হয়ে যায়। রহমানউল্লাহ গুরবাজ ২৯ রান করেন। ৩টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।