বাংলা নিউজ > ময়দান > Borg leaves event as CM running late: প্রায় ২ ঘণ্টা দেরি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর, সংবর্ধনা না নিয়ে চলে গেলেন বিয়ন বর্গ
পরবর্তী খবর
Borg leaves event as CM running late: প্রায় ২ ঘণ্টা দেরি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর, সংবর্ধনা না নিয়ে চলে গেলেন বিয়ন বর্গ
1 মিনিটে পড়ুন Updated: 22 Feb 2023, 09:02 PM ISTAyan Das
Bjorn Borg leaves event as CM running late: বিয়ন বর্গকে সংবর্ধনা দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সংবর্ধনা দেওয়ার কথা ছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের। সেই অনুষ্ঠানে আসতে দেরি হয় কর্ণাটকের মুখ্যমন্ত্রীর।
বিজয় অমৃতরাজের সঙ্গে বিয়ন বর্গ। (ছবি সৌজন্যে পিটিআই)
বিয়ন বর্গকে সংবর্ধনা দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সংবর্ধনা দেওয়ার কথা ছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় দু'ঘণ্টা দেরিতে আসেন তিনি। তার জেরে অনুষ্ঠান ছেড়ে চলে যান টেনিস কিংবদন্তি। এমনই জানানো হয়েছে ডেকান হেরাল্ডের একটি প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী, সরকারি আধিকারিকরা দাবি করেছেন যে অন্য কাজে আটকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেজন্য তাঁর দেরি হয়ে গিয়েছিল।
ওই প্রতিবেদন অনুযায়ী, ১১ টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী বিয়ন এবং প্রাক্তন ভারতীয় তারকা বিজয় অমৃতরাজকে সংবর্ধনা দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল কর্ণাটক স্টেট লন টেনিস অ্যাসোসিয়েশন। প্রাথমিকভাবে সকাল ৯ টা ৩০ মিনিট থেকে ওই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কর্ণাটকের মুখ্যমন্ত্রী আসতে দেরি হবে বলে শেষমুহূর্তে অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়। সকাল ১০ টা ১৫ মিনিট থেকে অনুষ্ঠান হবে ঠিক করেন আয়োজকরা। কিন্তু ওই সময়ও অনুষ্ঠান শুরু হয়নি।
রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে কিছুক্ষণ অপেক্ষা করলেও সকাল ১১ টা থেকে টেনিস কিংবদন্তির ছেলে লিওয়ের প্রথম রাউন্ডের টেনিস ম্যাচ ছিল। যিনি কোর্টে থেকে নিজের ছেলের খেলা দেখতে মুখিয়ে ছিলেন। সেজন্য সংবর্ধনা অনুষ্ঠান ছেড়ে চলে যান বর্গ। শেষপর্যন্ত ১১ টা ১৫ মিনিটে অনুষ্ঠানস্থলে আসেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। লিওয়ের কিছুক্ষণ খেলা দেখেন। ১৫-২০ মিনিট খেলা দেখেন কর্ণাটেকর মুখ্যমন্ত্রীর।
কিন্তু অনুষ্ঠানে আসতে কেন দেরি হয়েছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রীর? ওই প্রতিবেদন অনুযায়ী, আয়োজক কমিটির এক আধিকারিক জানিয়েছেন, আরও কয়েকটি অনুষ্ঠান ছিল মুখ্যমন্ত্রীর। সেজন্য অনুষ্ঠানে আসতে তাঁর দেরি হয়েছে। তাঁকে জানানো হয়েছিল যে নিজের ছেলের খেলা দেখবেন টেনিস কিংবদন্তি। তাই সংবর্ধনা অনুষ্ঠানে থাকতে পারবেন না। কিন্তু পুরো বিষয়টি নিয়ে অত্যন্ত সহায়তা করেন মুখ্যমন্ত্রী। তাই কোর্টে এসে কিছুক্ষণ টেনিস কিংবদন্তির ছেলের খেলা দেখেন বলে ওই আধিকারিক জানিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।