বাংলা নিউজ > ময়দান > টিভির সামনে না, WPL নিলামের সময় মন দিয়ে প্র্যাকটিস করছিলেন বাংলার তিতাস
পরবর্তী খবর
টিভির সামনে না, WPL নিলামের সময় মন দিয়ে প্র্যাকটিস করছিলেন বাংলার তিতাস
1 মিনিটে পড়ুন Updated: 13 Feb 2023, 10:31 PM ISTTania Roy
চুঁচুড়ার মাঠে যখন তিতাস অক্লান্ত অনুশীলনে ব্যস্ত, সেই সময়ে পান খুশির খবর। বাংলার উঠতি স্পিডস্টার তিতাস সাধুর মোবাইলে আসে সুসংবাদ। অনুশীলন থামিয়ে মোবাইলে চোখ রাখতেই তিনি দেখেন যে দিল্লি ক্যাপিটালস তাঁকে ২৫ লাখ টাকায় নিজেদের দলে কিনে নিয়েছে।
তিতাস সাধু।
লক্ষ্য় অনেক বড়। দু'চোখ ভরা তাঁর স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের জন্য নিজেকে নিংড়ে দিতে রাজি তিতাস সাধু। আরও ভালো খেলার তাগিদ নিয়ে প্রস্তুতিও চালিয়ে যাচ্ছেন নিয়মিত। অনূর্ধ্ব ১৯ মেয়েদের উদ্বোধনী বিশ্বকাপে ভারতের সঙ্গে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন বাঙালি তনয়া। এ বার স্বপ্ন পূরণের পথে আরও এক পা বাড়ালেন তিনি।
চুঁচুড়ার মাঠে যখন তিনি অক্লান্ত অনুশীলনে ব্যস্ত, সেই সময়ে পান খুশির খবর। বাংলার উঠতি স্পিডস্টার তিতাস সাধুর মোবাইলে আসে সুসংবাদ। অনুশীলন থামিয়ে মোবাইলে চোখ রাখতেই তিনি দেখেন যে দিল্লি ক্যাপিটালস তাঁকে ২৫ লাখ টাকায় নিজেদের দলে কিনে নিয়েছে। এর পর উচ্ছ্বাসে ভাসেন তিনি। বলেন, ‘ভিতরে ভিতরে একটা উত্তেজনা ছিল। ছোট থেকেই আইপিএল দেখে আসছি। একটা বড় ফ্র্যাঞ্চাইজির সদস্য হতে পেরে ভালো লাগছে। দল পাব কী না একটু হলেও ভাবনা ছিল। দল পেয়ে অনেকটা হাল্কা লাগছে। এ বার অনুশীলন করতে হবে, ভালো খেলার জন্য। অনেক বিদেশি প্লেয়ার থাকায়, তারা কী ভাবে পরিকল্পনা তৈরি করে সেগুলো শেখা যাবে। সুযোগ পেলে দলে জায়গা ধরে রাখার চেষ্টা করব।’
সম্প্রতি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করেছেন তিতাস সাধু। ৪ ওভারে ৬ রান দিয়ে তিনি জোড়া উইকেট শিকার করেছিলেন। ইকোনমি রেট ছিল মাত্র ১.৫০। তার পর থেকেই তিতাস আশা করতে শুরু করেছিলেন যে আসন্ন মহিলা প্রিমিয়ার লিগেও তাঁর একটা না একটা জায়গা হয়েই যাবে। ফাইনালের সেই পারফরম্য়ান্সই উইমেন্স প্রিমিয়ার লিগে দরজা খুলে দিল বলে মনে করা হচ্ছে।
তিতাস বলেছেন, ‘এই টুর্নামেন্টে আমি আদৌ কোনও দল পাব কি না, তা নিয়ে আমার মনে যথেষ্ট সংশয় ছিল। তবে দল পাওয়ার পর আপাতত কিছুটা ভালো লাগছে। তবে এখানেই থেমে গেলে চলবে না। ক্যারিয়ারের নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।