বাংলাদেশ প্রিমিয়র লিগে ব্যাট হাতে ছন্দে ছিলেন লিটন দাস। ১৩ ম্যাচে মাঠে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সব থেকে বেশি ৩৭৯ রান সংগ্রহ করেন তিনি। ১২৯.৩৫ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করা লিটন বিপিএলে ৩টি হাফ-সেঞ্চুরি করেন। তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নেন।
বিপিএলে লিটনের ফর্ম যদি অশ্বস্ত করে থাকে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে, তবে বাংলাদেশি তারকার আন্তর্জাতিক ক্রিকেটের সাম্প্রতিক ফর্ম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল নিশ্চিত। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ লিটন। তিন ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ৭ রান। ২টি ম্যাচে শূন্য রানে আউট হন তিনি।
পরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ২টি টি-২০ ম্যাচেও বিশেষ কিছু করে দেখাতে পারেননি লিটন। ২টি ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ১২ ও ৯ রান। টানা পাঁচ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পরে শেষমেশ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-২০ ম্যাচে ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন লিটন দাস। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ২৬ রানে আউট হওয়ার পরে এবার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ফের বড় রানের মুখ দেখেন তিনি।
আরও পড়ুন:- WTC Points Table: ভারত খেলবে ফাইনাল, ওদিকে ৯ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপে ‘লাস্টবয়’ বাংলাদেশ- দেখুন চূড়ান্ত লিগ টেবিল
সোমবার সিলেটে আইরিশদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে লিটন ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭১ বলে ৭০ রান করে আউট হন। সঙ্গত কারণেই তাঁর পারফর্ম্যান্সে স্বস্তি পাবে কলকাতা নাইট রাইডার্স। কেননা, ক'দিন পরেই কেকেআরের জার্সিতে আইপিএলে নামতে দেখা যাবে তাঁকে।
লিটন সফল হলেও এই ম্যাচে শাকিব আল হাসান মাত্র ১৭ রান করে আউট হন। যদিও আগের ম্যাচেই ৯৩ রানের দুরন্ত ইনিংস খেলে শাকিব বুঝিয়ে দিয়েছেন যে, ফর্মে রয়েছেন তিনি।
আরও পড়ুন:- IND vs AUS: ব্যাটসম্যানরা প্রথম ১০ ওভারে করছেটা কী? রোহিতদের ১১৭ রানে বান্ডিল হতে দেখে রেগে লাল জাহির
শাকিব বাংলাদেশ প্রিমিয়র লিগের ১১টি ম্যাচে ব্যাট করতে নেমে ৩৭৫ রান সংগ্রহ করেন। তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় লিটনের ঠিক পিছনে পাঁচ নম্বরে থাকেন। সেই সঙ্গে তিনি ১৩টি ম্যাচে বল করে ১০টি উইকেটও সংগ্রহ করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।