Bangladesh vs Afghanistan Mirpur Test: মীরপুর টেস্টে জয়ের জন্য আফগানিস্তানের সামনে বিরাট রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দিয়েছে বাংলাদেশ।
শতরানের পরে মোমিনুল। ছবি- এএফপি।
সুযোগের সদ্ব্যবহার করতে বিন্দুমাত্র কসুর করলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। আফগানিস্তানকে মীরপুর টেস্টে ফলো-অন করিয়ে অনায়াসে ম্যাচ জেতার হাতছানি ছিল লিটন দাসদের সামনে। তবে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে রান সংগ্রহ করার সুযোগটাকে হাতছাড়া করেননি তাঁরা।
মীরপুরের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে জোড়া শতরান করেন নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হক। নাজমুল তো টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করে দুর্দান্ত ব্যক্তিগত নজির গড়েন। প্রথম ইনিংসে ২৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৭৫ বলে ১৪৬ রান করে মাঠ ছাড়েন শান্ত। দ্বিতীয় ইনিংসে তিনি ১৫টি বাউন্ডারির সাহায্যে ১৫১ বলে ১২৪ রান করে সাজঘরে ফেরেন।
প্রথম ইনিংসে ১৫ রানে আউট হওয়া মোমিনুল হক দ্বিতীয় ইনিংসে ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪৫ বলে ১২১ রান করে অপরাজিত থাকেন। এটি তাঁর টেস্ট কেরিয়ারের ১২ নম্বর শতরান। উল্লেখ্য, বাংলাদেশের হয়ে সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরি করেছেন মোমিনুলই।
লিটন দাস প্রথম ইনিংসে মাত্র ৯ রান করে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন। ৮টি বাউন্ডারির সাহায্যে ৮১ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশ দলনায়ক। এছাড়া হাফ-সেঞ্চুরি করেন ওপেনার জাকির হাসান। তিনি ৮টি বাউন্ডারির সাহায্যে ৯৫ বলে ৭১ রান করে আউট হন।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৮০ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ৪২৫ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। সুতরাং, প্রথম ইনিংসের ২৩৬ রানের খামতি মিলিয়ে জয়ের জন্য আফগানিস্তানের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬৬২ রানের।
বিরাট রানের বোঝা ঘাড়ে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে আফগানিস্তান। তারা তৃতীয় দিনের শেষে ১১ ওভার ব্যাট করে ২ উইকেটের বিনিময়ে ৪৫ রান সংগ্রহ করে। সুতরাং, জিততে শেষ ২ দিনে আফগানদের দরকার আরও ৬১৭ রান। জিততে হলে বাংলাদেশের প্রয়োজন ৮টি উইকেট।
উল্লেখ্য, মীরপুরে টস হেরে শুরুতে ব্যাট করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮২ রান তোলে। নাজমুলের শতরান ছাড়া মাহমুদুল হাসান জয় ১৩৭ বলে ৭৬ রান করে মাঠ ছাড়েন। মুশফিকুর রহিম ৭৬ বলে ৪৭ রানের কার্যকরী যোগদান রাখেন। ৮০ বলে ৪৮ রান করেন মেহেদি হাসান মিরাজ। আফগানিস্তানের হয়ে প্রথম ইনিংসে ৭৯ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন নিজাত মাসুদ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।