বাংলা নিউজ > ময়দান > ACC Women's Emerging Teams Cup: শ্রেয়াঙ্কার দাপটে ৩৪ রান অলআউট হংকং, ভারতীয় মহিলা ‘এ’ দলের ৯ উইকেটে সহজ জয়
পরবর্তী খবর
ACC Women's Emerging Teams Cup: শ্রেয়াঙ্কার দাপটে ৩৪ রান অলআউট হংকং, ভারতীয় মহিলা ‘এ’ দলের ৯ উইকেটে সহজ জয়
1 মিনিটে পড়ুন Updated: 13 Jun 2023, 04:37 PM ISTTania Roy
এশিয়ান ক্রিকেট কাউন্সিল উইমেন্স ইমার্জিং টিমস কাপের ম্যাচে হংকং-কে পুরো ল্যাজেগোবরে করে ছাড়ল ভারতীয় মহিলা ‘এ’ দল। টস জিতে প্রথমে হংকং-কে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। তাদের ৩৪ রানে দুরমুশ করে, নিজেরা ৮৮ বল বাকি থাকতে ৯ উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয়।
হংকং-কে গুঁড়িয়ে দিল ভারতীয় ‘এ’ দল।
মারিকো হিলের মাত্র ১৪ রান বাদ দিলে, হংকংয়ের বাকি ব্যাটাররা দুই অঙ্কের ঘরেই পৌঁছাননি। আরও স্পষ্ট করে বলতে গেলে, ৫-এর বেশি রানই করতে পারেননি তাঁরা। ভারতীয় বোলারদের দাপটে হংকং দল পুরো থরথর করে কেঁপে গিয়েছিল। যার নিট ফল, ১৪ ওভারে মাত্র ৩৪ রানে অলআউট হয়ে যান হংকংয়ের মেয়েরা।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল উইমেন্স ইমার্জিং টিমস কাপের ম্যাচে হংকং-কে পুরো ল্যাজেগোবরে করে ছাড়ল ভারতীয় মহিলা ‘এ’ দল। টস জিতে প্রথমে হংকং-কে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। তাদের ৩৪ রানে দুরমুশ করে, নিজেরা ৮৮ বল বাকি থাকতে ৯ উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয়।
ভারতের অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাতিল এ দিন দায়িত্ব নিয়ে হংকং ব্যাটিং লাইনআপকে একেবারে গুঁড়িয়ে দেন। তিনি একাই ৫ উইকেট তুলে নেন। তাঁকে যোগ্য সঙ্গত করেন মন্নত কাশ্যপ (২ উইকেট), পার্শবী চোপড়া (২ উইকেট), তিতাস সাধুরা (১ উইকেট)। প্রথম ঝটকাটা দেন মন্নত। তাঁর বলে গঙ্গাদি তৃষার হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাতাশা মাইলস। নাতাশা মাত্র ২ করে আউট হন। তখন হংকং দলের রান ছিল ৩। এর পর শানজিন শাহজাদকে ফেরান তিতাস। মাত্র ১ রান করে বোল্ড হন তিনি। আস ঘুরে দাঁড়ানো হয়নি হংকংয়ের। তার পর থেকে যেন শুধুই হংকং ব্যাটারদের আসা যাওয়ার পালা।
হংকংয়ের চার ব্যাটার তো শুধু শূন্য করে সাজঘরে ফিরেছেন। দুই অঙ্কের ঘরে পৌঁছেছিলেন একমাত্র মারিকো। তিনি ১৯ বলে ১৪ রান করেন। তাঁকে সাজঘরে ফেরান শ্রেয়াঙ্কা। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে মেরিনা ল্যাম্পলো। তাঁর সংগ্রহ ৫ রান। হংকংয়ের ব্যাটাররা একেবারে হতশ্রী পারফরম্যান্স করে ১৪ ওভারে ৩৪ রান করে অলআউট হয়ে যান।
মাত্র ৩৫ রান তাড়া করতে নেমে ভারতের ১০ উইকেটেই জেতা উচিত ছিল। কিন্তু অধিনায়ক শ্বেতা সেহরাওয়াত নিজেই বেটি চ্যানের বলে মাত্র ২ রান (৪ বলে) করে আউট হয়ে যান। পরে ইউ ছেত্রী এবং তৃষা জুটি মিলে ভারতের জয় এনে দেয়। ছেত্রী ১৫ বলে ১৬ করে অপরাজিত থাকেন। ১৩ বলে অপরাজিত ১৯ করেন তৃষা। ২০ ওভারের ম্যাচে ৫.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তারা ১ উইকেট হারিয়ে ৩৮ রান করে। ৮৮ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারতীয় মহিলা ‘এ’ দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।