চার সেটের লড়াইয়ে ক্যাসপার রুডকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন অ্যালেক্সান্ডার জেরেভ। প্রথম সেটে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করলেন বিশ্বের দু নম্বর টেনিস খেলোয়াড়। জার্মানির এই খেলোয়াড় এখনও পর্যন্ত জিততে পারেননি একটিও গ্র্যান্ডস্লাম, কিন্তু বয়সও হয়ে যাচ্ছে। ফরাসি ওপেনেই নিজের প্রথম গ্র্যান্ডস্লামটা জিততে চান জেরেভ। ফাইনালে তিনি মুখোমুখি হতে চলেছেন কার্লোস আলকারাজের। নাদাল, জোকার না থাকায় এরপর আসতে আসতে টেনিসের নতুন চ্যাম্পিয়নের দেখা মিলতে পারে। প্রথমবার ফরাসি ওপেন জয়ের সামনে রয়েছেন জেরেভ এবং আলকারাজ, দুজনের কেউই এর আগে ফরাসি ওপেন জেতেননি। ফলে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে রোলা গাঁরো।
আরও পড়ুন-শাহরুখের কাছে IPL জয়টা অতটা গুরুত্বপূর্ণই নয়! ফাঁস নায়ারের, তাহলে কী?
ক্যাসপার রুডের বিপক্ষে প্রথম সেটেই পিছিয়ে পড়েছিলেন জেরেভ। কিন্তু জার্মানির ২৭ বছর বয়সী টেনিস খেলোয়াড় এরপর সেই ধাক্কা কাটিয়ে ওঠেন। প্রথম সেটে ২-৬তে হেরে যান জেরেভ। দ্বিতীয় সেটে তিনি ক্যাসপার রুডকে একই ব্যবধানে হারিয়ে দেন। তৃতীয় সেট পকেটে পোড়েন ৬-৪ ফলে। চতুর্থ সেটে আর রুডকে দাঁঁড়াতেই দেননি তিনি, ৬-২তে জেতেন জেরেভ। টানা তিনটি সেটে জিতে ফরাসি ওপেনার ফাইনালের টিকিট হাতে পেলেন তিনি। এটা তাঁর প্রথম ফরাসি ওপেনের ফাইনাল। ম্যাচের পর অবশ্য ক্যাসপার রুডের লড়াইয়ের মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন জার্মানির টেনিস তারকা।
আরও পড়ুন-ঠিক ক্রিজের মাথায় আটকে গেল ব্যাট! চরম দুর্ভাগ্যজনকভাবে রান-আউট রুতুরাজ- ভিডিয়ো
ফরাসি ওপেনের ফাইনালে উঠে জেরেভ বলছেন, ‘দুর্দান্ত লড়াই দিয়েছে ক্যাসপার রুড, যতক্ষণ না ম্যাচ শেষ হয়েছে ও লড়ে গেছে। ও একজন চ্যাম্পিয়ন, আরও ভালোভাবে কামব্যাক করবে ক্যাসপার। আমার এখন ২৭ বছর বয়স। আমি আর বাচ্ছা নই, তাই এখন না হলে আর কবে জিতব গ্র্যান্ডস্লাম? আমি আমার প্রথম রোলা গাঁরোর ফাইনাল খেলতে চলেছি, আর আশা করব জিতেই কোর্ট ছাড়তে পারব। ’ ।
আরও পড়ুন-'নিজের দেশের বিরুদ্ধে খেলব, এরকম কিছু মনে হচ্ছে না', ভারত ম্যাচের আগে বললেন সৌরভ
ফরাসি ওপেনে ধারাবাহিকভাবেই ভালো খেলে এসেছেন জার্মানি অ্যালেক্সান্ডার জেরেভ। এই নিয়ে চারবার উঠেছিলেন সেমিফাইনালে, কিন্তু জোকার, নাদালদের দাপটে শেষ চারের গন্ডি এতদিন টপকানো হয়নি তাঁর। কিন্তু এবার নাদাল প্রথম রাউন্ডে ছিটকে যাওয়ায় এবং চোটের জন্য জকোভিচ সরে দাঁড়ানোয় বাকি টেনিস খেলোয়াড়দের কাছেও সুবর্ণ সুযোগ চলে আসে নিজেদের প্রমাণ করার। আর সেই সুবাদেই নিজেদের প্রথম ফরাসি ওপেন ফাইনালে উঠলেন ২১ বছর বয়সী কার্লোস আলকারাজ এবং ২৭ বছর বয়সী অ্যালেক্সান্ডার জেরেভ। স্পেন বনাম জার্মানির এই লড়াইয়ে, ফ্রান্স থেকে কাপ নিয়ে যায় কোন দেশের টেনিস তারকা, তা জানা যাবে রবিবার ফাইনাল শেষের পরই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।