বাংলা নিউজ > ময়দান > 100 Hours 100 Stars: 'সানার পাশে বসতে ভালো লাগে, ওর বানানো চিকেন খাই', লকডাউনের মাঝে বললেন সৌরভ

100 Hours 100 Stars: 'সানার পাশে বসতে ভালো লাগে, ওর বানানো চিকেন খাই', লকডাউনের মাঝে বললেন সৌরভ

বিসিসিআইয়ের সিংহাসনে বসার পর প্রথম সাংবাদিক বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্যায় (ছবি সৌজন্য এএফপি)

ক্রিকেট তাঁকে অনেক কিছু শিখিয়েছে। ধৈর্য ধরে রাখা, মাটি কামড়ে পড়ে থাকা। বললেন বিসিসিআই প্রেসিডেন্ট।

করোনাভাইরাস পরিস্থিতিতে চলছে লকডাউন। ঘরবন্দি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তারই মাঝে ৯৪.৩ রেডিয়ো ওয়ান ও ১০৪ ফিভার এফ এমের #100Hours100Stars-র প্রথম শো'তে কথা বললেন প্রাক্তন ভারত অধিনায়ক। 

৯৪.৩ রেডিয়ো ওয়ানের রেডিয়ো জকি অরবিন্দের সঙ্গে ভিডিয়ো কলে সৌরভ জানালেন, লকডাউনে কী কী করছেন, কীভাবে বাড়িতে সময় কাটাচ্ছেন। দেখে নিন সেই আলাপচারিতার কিছু অংশ -

অরবিন্দ : লকডাউন কেমন কাটছে?

সৌরভ : শুরুতে খারাপ লাগছিল না। বাড়িতে সময় কাটানোর এরকম সুযোগ পাওয়া যায় না। গত কয়েক বছর কাজের জন্য এখানে যাওয়া, ওখানে যাওয়া - প্রতি সপ্তাহে বিমান ধরার জীবন হয়ে গিয়েছিল। গত ৩০-৩২ দিন ধরে বাড়িতে মেয়ে, স্ত্রী, মা, দাদা-সহ পরিবাবের সঙ্গে আছি। বহুদিন পর এরকম সময় পেয়েছি। ওদের সঙ্গে খুব এনজয় করেছি। তবে বাইরের পরিস্থিতি দেখে দুঃখও হচ্ছে। কারণ অনেক মানুষ সমস্যায় পড়েছেন। কোথা থেকে আসছে, কীভাবে আসছে - কেউ জানে না। এতজনের মৃত্যু হয়েছে। দুঃখ হয়। আবার ভয়ও লাগে। সতর্ক থাকি। বাড়ি থেকে এক-দু'জন লোক আসা-যাওয়া করেন। খাবার আসে। রেশন আসে। এটা মিশ্র অনুভূতি। এটাই চাইব, এটা (করোনাভাইরাস) তাড়াতাড়ি শেষ হয়ে যাক।

অরবিন্দ : এটা টেস্ট ম্যাচ চলছে। এই সেশন Covid-১৯-এর নামে। আপনি যেমন বরাবর বলেন, এই সেশনটা টিকে যাও। পরের সেশনটা আমাদের হবে।

সৌরভ : টেস্ট ম্যাচ তো চলছে। কিন্তু অত্যন্ত বিপজ্জনক উইকেটে ম্যাচ চলছে। বল সিমও হচ্ছে, স্পিনও হচ্ছে। ব্যাটসম্যানদের কাছে ‘মার্জিন অফ এরর’-এর জায়গা একেবারে কম। সেই ‘মার্জিন অফ এরর’-এর উপরেই আপনাকে টিকে থাকতে হবে, রানও বাঁচাতে হবে, ভালো দিনও দেখতে হবে। এখন মুশকিল। কিন্তু আমরা সবাই আশায় বাঁচি। ভালো দিন আসবে।

অরবিন্দ : সৌরভ গঙ্গোপাধ্যায়ও কি বাড়ি থেকে কাজ করছেন?

সৌরভ : হ্যাঁ। বাড়ি থেকেই কাজ করছি। বিসিসিআই, আইসিসি, নিজের কাজ করি। এখন নিজের কাজ কিছুটা কম। শ্যুটিং বন্ধ, স্কুল বন্ধ, ক্রিকেটের কাজ বন্ধ। নথিপত্র নিয়ে, প্রশাসনিক কাজকর্ম করি।

অরবিন্দ : আপনি মানসিকভাবে চাঙ্গা থাকার কথা বলেন। ঘরে কীভাবে নিজেদের মানসিকভাবে চাঙ্গা রাখব?

সৌরভ : এই খেলাটা আমায় অনেক কিছু শিখিয়েছে। হাই প্রেশার পরিস্থিতি, রিয়েল লাইফ, আপনাকে রান করতে হবে, এক বলের পার্থক্য - আপনার চিন্তাভাবনা বা ফুটওয়ার্ক ভুল হলে আপনি দ্বিতীয় সুযোগ পাবেন না। সেটা ব্য়ক্তিগত জীবনেও সাহায্য করে। সতর্ক থাকার ক্ষেত্রে, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে - সেকেন্ডের ব্যবধানে সিদ্ধান্ত নিতে হবে। কাল বা দু'মিনিট দেরিতে ম্যাচ ফসকে যাবে। তো এই খেলা আমায় অনেক কিছু শিখিয়েছে। ধৈর্য, মাটি কামড়ে ধরে পড়ে থাকা শিখিয়েছে। এই বিশ্বাস করতে শিখিয়েছে - আমরা রান করব, ম্যাচ জিতব। মাথায় দুটো জিনিস থাকে - ব্যর্থতা ও সাফল্য। আপনি যখন দীর্ঘদিন ধরে খেলেন তখন আপনার চিন্তাভাবনাটা সেভাবেই করেন যে সাফল্য আসবে। জীবনও সেরকম। কঠিন সময়ে এসেছে। সেটা থেকে বেরিয়ে যাব, এমনই ভাবনাচিন্তা থাকে। আমি সেটা করার জন্য উপযুক্ত।

#100Hours100Stars"/>

অরবিন্দ : লকডাউনে কী কী সিনেমা দেখেছেন?

সৌরভ : আমি একমাসে খুব সিনেমা দেখেছি - চার থেকে পাঁচটা। একটা সময় পর সিনেমা দেখতে ইচ্ছা করে না। আদতে সানা যে সিনেমা দেখে, সেই সিনেমা দেখি। কারণ ওর সঙ্গে বসার সুযোগ পেয়ে যাই। কয়েকটি বাংলা সিনেমা দেখি। কয়েকটা হিন্দি সিনেমা দেখেছি। চেষ্টা করি, মেয়ে যেমন করছে, পরিবার যেমন করছে, সেরকম করতে। কারণ লকডাউন উঠে গেলে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ব। তখন সময় পাব না। তাই সেটার সবথেকে ভালো ব্য়বহারের চেষ্টা করছি।

অরবিন্দ : সানা তো বড় হচ্ছে। ও কখনও বলে, বাবা এই সিনেমাটা দেখব? অ্যাভেঞ্জার্স, আয়রন ম্যান দেখে আসি বলে জোর করে? আর আপনি বলেন, নব্বইয়ের দশকে আমরা এটা দেখেছি?

সৌরভ : আমার মনে হয়, সানা এখন আয়রন ম্যান দেখার বয়স পেরিয়ে গিয়েছে। ওর বয়স ১৮। আয়রন ম্যান বা ওরকম নিয়ে খুব একটা উৎসাহী নয়। সানা সিনেমা দেখে। তবে আমায় জোর করে না। আসলে আমি ওর কাছে এসে বসি। ও বলে, তুমি অন্য সিনেমা দেখে নাও, আমি এটা দেখেছি। ও নিজের প্রাইভেসি চায়। এখন বয়ঃসন্ধি চলছে। প্রাপ্তবয়স্ক হচ্ছে। যাই হোক, ওর সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। ও রান্নাও করে। সন্ধ্যায় কখনও গিয়ে চিকেন, কখনও স্যুপ, কখনও পাস্তা বানায়। পাস্তা বানানো তো সহজ। চিকেন বানায়, ডাল (বানায়)। রান্নাও আসতে আসতে শিখছে। ওটা আমরা ভালো লাগে। ওর সঙ্গে দাঁড়িয়ে রান্না দেখা। ঠিকঠাক খাবার বানায় (হাসি)। 

অরবিন্দ : আপনি তো খেতে ভালোবাসেন। বিরিয়ানির ভক্ত আপনি। তো লকডাউনে আপনি বাড়ি আছেন। স্পেশ্যাল কী কী হচ্ছে?

সৌরভ : এই সময়ে মানুষ ভয় পেয়ে আছেন, তাই হালকা খাবার খাচ্ছি। আমি এত ভাত খেতাম না। কিন্তু গত ২০-২৫ দিন ভাত খেয়েছি প্রচুর। ভাত, ডিম, ডাল, সবজিই এখন স্বাস্থ্যকর খাবার। খাসির মাংস বন্ধ করে দিয়েছি। মাঝে মাঝে মুরগির চিকেন খেয়ে নিই, যখন সানা বানায়। হালকা খাওয়ার চেষ্টা করছি। এই সময়ে বাজারে না যাওয়াই ভালো। বেশি ভারী জিনিস না খেয়ে হালকা জিনিস খাওয়া ভালো।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ধাওয়া করে প্রাক্তন ব্যাঙ্ককর্মীকে গুলি, বিবাহবার্ষিকী উদযাপনে গিয়ে নিহত ব্যক্তি ‘PAIR’-এ নাম নেই বাংলার বিশ্ববিদ্যালয়ের, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব ব্রাত্য একটা ভুলই রক্ষা করল প্রাণ, কাশ্মীরে মধুচন্দ্রিমায় গিয়ে এখনও আটকে কোন্নগরের গায়ক ২০১৬-র পরে ফের IPL-এ এই কীর্তি রোহিতের, SRH-কে উড়িয়ে একলাফে লিগ টেবিলের তিনে MI ‘বদনাম হয়ে গেল’ জঙ্গি হানার পরে এখনও কি পহেলগাঁওতে আছেন পর্যটকরা? উঠল 'বয়কট'-এর ডাক, ফাওয়াদ-এর ‘আবির গুলাল’ মুক্তির বিরোধিতায় ফিল্ম ফেডারেশন রিভার্স স্কুপে ছক্কা হাঁকানোর পরের বলেই ক্লাসেনকে ফিরিয়ে ট্রিপল সেঞ্চুরি বুমরাহর 'ওর চোখের সামনে…স্যার আপনাদের ভরসায় এসেছি' বিতানের ছেলেকে কোলে তুললেন শুভেন্দু ‘পাসপোর্টের সমস্যা না থাকলে, এখন হয়তো ওরা ফ্লোরিডায় থাকত’ পহেলগাঁওয়ে নয় কেন জার্সিতে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ইমামি লিখতে দেওয়া হল না? নীতু সরকারের অভিযোগ

Latest sports News in Bangla

কেন জার্সিতে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ইমামি লিখতে দেওয়া হল না? নীতু সরকারের অভিযোগ Kalinga Super Cup 2025-এ বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে কোয়ার্টারে ইন্টার কাশী কালবৈশাখী ও খারাপ আলো, ১০৫ মিনিট পরে পরিত্যক্ত ম্যাচ! বাংলাদেশে অবাক করা ঘটনা EB-র পথেই হাঁটছে I-League 2 জয়ী ডায়মন্ড হারবার, ট্রফি দিতে ডাক ক্রীড়ামন্ত্রীকে শেফিল্ডের হার, ম্যাচের পরেই হামজা চৌধুরীর উপর আক্রমণ! নেপথ্যে বার্নলির সমর্থক Neeraj Chopra Classic: বড় ঘোষণা! নতুন স্বপ্নপূরণের লক্ষ্যে ভারতের সোনার ছেলে Super Cup-এ হারের ধাক্কা সামলাতে পারল না! অবসর ঘোষণা ইস্টবেঙ্গল তারকার, রিপোর্ট মোহনবাগানের দ্বিতীয় সারির দলও সেরা! Super Cup-র কোয়ার্টারে নামার আগে বলছেন নোয়াহ দলের খেলায় খুশি নন ইস্টবেঙ্গল কোচ! কেরালার কাছে হারের দায় কার উপর চাপালেন ব্রুজো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়ে শেষ আটে মোহনবাগানের সামনে কেরালা

IPL 2025 News in Bangla

২০১৬-র পরে ফের IPL-এ এই কীর্তি রোহিতের, SRH-কে উড়িয়ে একলাফে লিগ টেবিলের তিনে MI রিভার্স স্কুপে ছক্কা হাঁকানোর পরের বলেই ক্লাসেনকে ফিরিয়ে ট্রিপল সেঞ্চুরি বুমরাহর সততা দেখাতে গিয়ে বোকা কালিদাস হলেন ইশান,আউট না হয়েও পুরনো দলকে উপহার দিলেন উইকেট টসের পরে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিন্দা হার্দিকের,ভারতের পাশে অজি তারকা কামিন্স ধোনি হওয়ার চেষ্টা করছে পন্ত, সেই লেভেলের ধারেকাছেও নয়, দাবি জাতীয় দলের সতীর্থর লখনউয়ের ঘরের ছেলেকে জালে তুলে পা দোলাচ্ছে DC,২৭ কোটিতে পন্তকে নিয়ে পস্তাচ্ছে LSG শত্রুদের ঘরে ঢুকে অপমানের বদলা নিচ্ছেন! RCB থেকে LSG সকলকে জবাব দিচ্ছেন রাহুল সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ IPL 2025- এ! দেখা যাবে না আতশবাজি ও চিয়ারলিডার এত কম ওভার বল করছেন কেন? LSG ম্য়াচ জিতে কী বললেন DC ক্যাপ্টেন অক্ষর প্যাটেল? মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.