দলে যে এখনও ফাঁক আছে, তা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোঝা গিয়েছে। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত যে একাধিক কারণে উদ্বিগ্ন থাকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই ক্রিকেট বিশেষজ্ঞদের। তবে সেই উদ্বেগের কারণ নিয়ে তুমুল মজা করলেন রোহিত শর্মা। বললেন, 'সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে উদ্বিগ্ন।'
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিয়মরক্ষার টি-টোয়েন্টি ম্যাচে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করেছিল ভারত। তাতে অবশ্য সাফল্য মেলেনি। বরং জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে ডেথ বোলিং, ব্যাটিংয়ে দায়িত্ব নেওয়ার মতো একাধিক বিষয় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ভোগাতে পারে। সেই বিষয়টি নিয়ে ম্যাচের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিতকে প্রশ্ন করা হয়েছিল। তাতে রোহিত এমন উত্তর দেন যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: স্কুলের ছাত্রের মতো ভুল করে ক্যাচ ফস্কালেন সিরাজ, রেগে লাল রোহিত-চাহার, ভাইরাল ভিডিয়ো
সঞ্চালক তথা প্রাক্তন ভারতীয় তারকা মুরলী কার্তিক প্রশ্ন করেন যে কোন কোন জায়গায় রোহিতের উন্নতির প্রয়োজন আছে। সেই প্রশ্নের জবাবে একেবারে গম্ভীর মুখে ভারতীয় পুরুষ দলের অধিনায়ক বলেন, '(বিশ্বকাপের আগে) একাধিক উদ্বেগের জায়গা আছে। তবে দলের কাছে সবথেকে উদ্বেগের বিষয় হল সূর্যের ফর্ম। ওর ফর্ম নিয়ে কিছুটা উদ্বেগ আছে (তারপর গম্ভীর মুখ কথা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন রোহিত, যদিও হাসি চাপতে পারেননি)।'
হেসে ফেলেন সঞ্চালক কার্তিকও। তিনি বলেন, 'আমি ভেবেছিলাম, এটা (সূর্যের ফর্ম) তোমার সবথেকে কম উদ্বেগের বিষয় হবে।' কার্তিক সেই কথা বলেন, কারণ সম্প্রতি টি-টোয়েন্টি অবিশ্বাস্য ফর্মে আছেন সূর্য। মঙ্গলবার রান না পেলেও চলতি বছর লাগাতার ভালো খেলছেন ভারতীয় তারকা। শেষ তিনটি ম্যাচে করেছেন ২২ বলে ৬১ রান (বনাম দক্ষিণ আফ্রিকা), ৩৩ বলে অপরাজিত ৫০ রান (বনাম দক্ষিণ আফ্রিকা) এবং ৩৬ বলে ৬৯ রান (বনাম অস্ট্রেলিয়া)।
ভারতের উদ্বেগের বিষয়
হাসি-ঠাট্টার পর অবশ্য দলের উদ্বেগের জায়গাগুলি নিয়ে কথা বলেন রোহিত। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে অবশ্যই আমাদের বোলিংয়ের দিকে নজর দিতে হবে। আমার হাতে আরও কী কী বিকল্প আছে, তা দেখতে হবে। পাওয়ার প্লে, মাঝের ওভার এবং ডেথ ওভারে আমাদের হাতে কী কী বিকল্প আছে, তা দেখতে হবে আমাদের।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।