Zerodha App Crash amid Sensex surge: শেয়ার বাজারে ১১ লাখ কোটির লাভ বিনিয়োগকারীদের! তবে মাথা চাপড়াচ্ছেন জেরোধার গ্রাহকরা Updated: 03 Jun 2024, 11:10 AM IST Abhijit Chowdhury শেয়ার বাজারে সকাল থেকে ঝড় উঠেছে আজ। বুথ ফেরত সমীক্ষার পরে প্রিওপেনিংয়েই শেয়ার বাজারের সূচক বেড়েছিল এক লাফে প্রায় ২০০০ পয়েন্ট। এই আবহে লেনদেন শুরু হতেই অনেকেই লাভের আশায় শেয়ার কেনার জন্য ঝাঁপান। তবে এরই মাঝে বেকায়দায় পড়েন জেরোধার গ্রাহকরা।