World Inequality report: দেশের ৯০ শতাংশ কোটি টাকার সম্পত্তি উচ্চবর্ণের হাতে কুক্ষিগত! দাবি রিপোর্টের
Updated: 27 Jun 2024, 05:09 AM ISTদেশের বিলিয়নিয়রদের ৮৮.৪০ শতাংশই উচ্চবর্ণের, গোষ্ঠী... more
দেশের বিলিয়নিয়রদের ৮৮.৪০ শতাংশই উচ্চবর্ণের, গোষ্ঠীতে নেই তপশিলি উপজাতির কেউ, দাবি রিপোর্টের।
রিপোর্ট বলছে, ভারতের আয় এবং সম্পদের বৈষম্য, যা স্বাধীনতা-পরবর্তী হ্রাস পেয়েছিল, ১৯৮০-এর দশকে বাড়তে শুরু করে এবং ২০০০-এর দশক থেকে তা রকেট গতিতে বাড়ে। যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, ২০২২ সালে দেশে ৮৮.৪০ শতাংশ উচ্চবর্ণের মানুষ বিলিয়নিয়ার হিসাবে উঠে এসেছেন। সেই বছর শুধুমাত্র ৯.০০ শতাংশ ওবিসি, ও তারও কম শতাংশ শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ এই বিলিয়নিয়ার গোষ্ঠীর অংশ। সেখানে শিডিউল ট্রাইব (তফশিলি উপজাতি) থেকে নেই কোনও প্রতিনিধিত্ব।
পরবর্তী ফটো গ্যালারি