বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার প্রাইজ মানির ওপর মোটা টাকা ট্যাক্স, ক্ষুব্ধ নেটপাড়া, দার্শনিকদের মত উত্তর গুকেশের Updated: 16 Dec 2024, 05:25 PM IST Moinak Mitra মহেন্দ্র সিং ধোনির আগামী আইপিএলের বেতনের থেকেও বেশি ট্যাক্স দেবেন সম্প্রতি দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়া চেন্নাইয়ের ছেলে ডি গুকেশ। সম্প্রতি দাবায় তিনি ডিং লিরেনকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন কনিষ্ঠতম দাবাড়ু হিসেবেই। সেই প্রতিযোগিতা জয়ের সঙ্গে সঙ্গেই বিপুল পরিমাণ আর্থিক পুরস্কার পেয়েছেন তিনি।