যে তথ্য প্রাথমিকভাবে মার্কিন প্রশাসন দাবি করছে, তা হল, নিখিল নিজে থেকে পান্নুকে হত্যা করার ছক কষেনি। তাকে ‘খুন করতে ভাড়া’ করা হয়েছিল বলে দাবি ‘ফিনান্সিয়াল টাইমস’ এর রিপোর্টের। জানা যাচ্ছে, এক ভারতীয় সরকারি কর্মচারির সঙ্গে নিখিলের সম্পর্ক খুবই ভালো ছিল।