Weather Update: ধুন্ধুমার ইনিংস খেলতে ক্রিজে নামছে বর্ষা! শনিতে প্রবল বর্ষণ কোন কোন এলাকায়? জানুন আবহাওয়ার পূর্বাভাস Updated: 28 Jul 2023, 08:36 PM IST Sritama Mitra গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মাথায় রয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে দক্ষিণবঙ্গে হতে চলেছে ব্যাপক বর্ষণ। এদিকে আইএমডির পূর্বাভাস জানান দিচ্ছে, দেশের একাধিক জায়গায় বর্ষণের সম্ভাবনার কথা।