কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আজ থেকে বৃষ্টি হতে পারে, এর আগে এমনটাই জানিয়েছিল আলিপুর হাওয়া অফিস। তবে আজ সকালের বুলেটিনে সেই পূর্বাভাস বদলে গিয়েছে। এই আবহে কলকাতাবাসীদের অপেক্ষা কিছুটা দীর্ঘায়িত হল। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।