WB, Kolkata Rain Winter Weather Forecast till 1st Jan: ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে, এরপর নামবে পারদ, তবে ঠান্ডা থাকবে কতদিন? Updated: 26 Dec 2024, 11:38 AM IST Abhijit Chowdhury পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ছে রাজ্যে। এই আবহে কখনও বৃষ্টি কখনও আবার তাপমাত্রা ওঠা-নামা করবে বঙ্গে। এই আবহে বছরের শেষে এবং নতুন বছরের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? কলকাতায় কি ঠান্ডা পড়বে?