Vladimir Putin: ৩০ বছরের বিয়ে ভাঙলেও ভালোবেসে গিয়েছেন... ‘হৃদয়হীন’ পুতিন বারবার পড়েছেন প্রেমে Updated: 26 Feb 2022, 04:15 PM IST Abhijit Chowdhury ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর থেকেই ভ্লাদিমির পুতিনের সমালোচনায় মুখর বিশ্বের বহু দেশ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বর্তমানে গোটা বিশ্বই একজন ‘হৃদয়হীন একনায়ক’ হিসেবে দেখছে। তবে পুতিনের অন্য এক রূপও রয়েছে।