Very Heavy Rainfall Forecast: অতিভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, আগামী কয়েকদিন কোথায় কেমন বর্ষণ হবে?
Updated: 23 Jun 2023, 11:47 AM IST Abhijit Chowdhury 23 Jun 2023 rain forecast, rain forecast in west bengal, rain in north bengal, very heavy rain forecast in north bengal, west bengal heavy rain, orange alert, west bengal weather, বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টির পূর্বাভাস, অতিভারী ঝড়বৃষ্টির পূর্বাভাস, বজ্রপাত, thunderstormবর্ষার জেরে উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে আজ বেশ কিছু জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে বেশ কিছু জেলায় বজ্রপাতের জেরে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। এর জেরে বেশ কিছু জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কত।
পরবর্তী ফটো গ্যালারি