ভারতের রেল পরিষেবায় বিগত দিনে আমূল পরিবর্তন এসেছে বন্দে ভারতের হাত ধরে। সেমি হাইস্পিড এই ট্রেনটি দেশের প্রায়সব প্রান্তেই চালু হয়ে গিয়েছে। যাত্রী পরিষেবার ওপর বিশেষ খেয়াল রেখে তাই এবার ৬টি রুটে পাইলট প্রকল্প শুরুর সিদ্ধান্ত নিয়েছে রেল। এতে মনে হবে ট্রেনে নয়, বরং বিমানে চেপেই সফর করছেন আপনি।